ট্যাগ আর্কাইভঃ ব্লগালোচনা

জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা

জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা …
শব্দনীড়ে সকলের জন্য প্রাসঙ্গিক কিছু কথা।

সুপ্রিয় শব্দনীড় বন্ধু সমীপে।

শব্দনীড় আজ ৪ মাস ২০ দিন বয়স পেরুচ্ছে। সকলের শব্দনীড়ের নতুন অভিযাত্রায় প্রয়োজনীয় মাত্রাও সহযোগ করেছে। ইতিমধ্যে যেখানে ২,৫৮৯ টি পোস্ট সঞ্চিত হয়েছে। এবং ২,৩৭১ টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। বাকিরা খসড়া অথবা অপেক্ষমান ঘরে নিরাপদ জমা আছে। মন্তব্য সংখ্যা ১২,৯৪০ টি। নিবন্ধিত ব্লগার ১১০ জন। পূর্ব এখানে।

এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।

ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।

চলতি শব্দনীড় নিয়ে শব্দনীড় যে স্থির এবং অবিচল সিদ্ধান্তে এখনও অটল রয়েছে, অতি সম্প্রতি অভিজ্ঞতার আলোকে পুনশ্চ তা সকলের সাথে শেয়ার করতে চায়।

aaa_3

পুরোনো অনেকেই অবগত আছেন যে, পূর্বের বিশাল ডেটা সম্পন্ন সার্ভার ভাড়া পরিশোধের সুনিশ্চিত উৎস বা উপায় বের করতে না পারায় শব্দনীড়কে বন্ধ হতে হয়েছিলো। পরবর্তীতে সকল ডেটা ব্যতিরেকেই জিরো ডেটায় শব্দনীড়কে পুনরায় অবমুক্ত করা হয়। যেখানে প্রথম এবং প্রধান যে নিশ্চয়তাটি ছিলো সেটা হচ্ছে, শব্দনীড় এর ব্যয়ভার মেটাতে কারু কাছ থেকে অর্থ চেয়ে সাহায্য পোস্ট আহবান করা হবে না। এর ব্যত্যয় আজও ঘটেনি, ভবিষ্যতেও সম্ভাবনা নেই।

অবমুক্তির আগে পরে স্বেচ্ছায় এবং ঐচ্ছিকভাবে পূর্ব সার্ভারের বকেয়া পরিশোধে, অনুদানের প্রতিশ্রুতিতে যারা কমবেশী এগিয়ে এসেছিলেন, এমনকি এককভাবে যিনি নির্বাহের ভার বহনেও স্বাক্ষর রেখেছিলেন সকলের প্রতি শব্দনীড় কৃতজ্ঞ।

তাদের সমন্বয়েই শব্দনীড় চলবে যারা নির্মোহে শব্দনীড় এর প্রতি হাত বাড়াবেন।

যেখানে থাকবে না কারু মালিকানা অথবা কর্পোরেট ধারণার বিশেষ কোন ছায়া। নির্বাহের ভার একক অথবা যৌথ বহন করলেও শব্দনীড়ের মালিকানা শব্দনীড় ব্লগারদের। অনুদানকারী কেবল অভিভাবক মাত্র। শর্ত নয়; পরামর্শই হবে পাথেয়।

Divider 7a

পরিশেষ : নিজে লিখুন; সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ব্লগিং হোক সৌহার্দ্যের।
ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর পাশে থাকুন। ধন্যবাদ।

rrr

দীলখুশ মিঞার সন্দেশঃ ব্লগিং পর্ব

সকলকে দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
আজ দীলখুশ মিঞার সন্দেশঃ ব্লগিং পর্ব।

হাই হ্যালো।

আজ আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে এসেছি। এ কথাতে কোন ধরনের বিতর্ক নেই যে আমরা যারা ব্লগ লেখি বা পড়ি তারা সকলেই কোন না কোন ভাবে লেখালেখি ভালোবাসি। আমরা আমাদের ব্যাস্ত জীবন থেকে কিছু সময় বের করে এখানে কিছু সময় দেই।

আমি মনে করি একজন লেখকের সফলতা তার পাঠকপ্রিয়তা। এ বিষয়ে বিতর্ক আছে অবশ্যই কিন্তু যারা মনে করেন জনপ্রিয়তা কোন ব্যাপার নয়, আমার লেখা আমি লিখে যাব কেউ পড়ল কি পড়ল না তা দেখার বিষয় আমার নয়, তারা আমার পোষ্টের বাকি অংশটুকু না পড়লেও পারেন। কিন্তু যারা ভাবেন ব্লগ মাধ্যমটি ব্যবহার করে আমি আমার ভাবনার লিখিত রূপকে জনপ্রিয় করে তুলব তারা পড়ে দেখতে পারেন আমার এ লেখাটি। কাজে লাগতে পারে।

শিরোনামঃ

আপনার লেখাটির একটি আকর্ষণীয় শিরোনাম দিন। মনে রাখতে হবে পাঠক সর্ব প্রথম আপনার লেখার শিরোনাম দেখে আকৃষ্ট হয়। শিরোনামের আকর্ষন হীনতার কারণে অনেক ভালো মানের লেখা পাঠকপ্রিয়তা হতে বঞ্চিত হয়।

শিরোনামের পর আপনার ব্লগে না ঢুকেও যে অংশটুকু দেখা যায় তাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন। এ অংশটুকু শিরোনামের মতই গুরত্বপূর্ণ।

কনটেন্টঃ

সর্বক্ষেত্রেই কনটেন্ট হচ্ছে একটি ব্লগের প্রাণ। আপনি যে বিষয় নিয়েই ব্লগিং করেন না কেন, ব্লগে অবশ্যই সবার থেকে আলাদা এবং ভালমানের কনটেন্ট থাকতে হবে। ব্লগিংয়ের ক্ষেত্রে আমি সবসময় সবাইকে এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে বলি। কোন একটি পোষ্ট লিখার সময় আপনি ঐ লিখাটি সাবার কাছে সুন্দর, সহজ এবং বোধগম্য করে উপস্থাপন করতে পারলে, তখন আপনার লিখাটির প্রতি সবাই আকৃষ্ট হবে। এ ক্ষেত্রে আপনি যে কোন বিষয়ে যুক্তি ও উদাহরণের মাধ্যমে পাঠককে পরিষ্কার ধারনা দিতে পারেন। কারণ পাঠকরা আপানার মত সব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হবে না। সে ক্ষেত্রে সহজভাবে কোন বিষয় উপস্থাপন করতে পারলে আপনি একজন ভালমানের লেখক হিসেবে স্বীকৃতি পাবেন। আরেকটি বিষয় হচ্ছে, লিখার মধ্যে অবশ্যই ভালমানের পরিপাটি করা সুন্দর ও স্মার্ট শব্দ থাকলে বিষয়টি আরো ভাল হয়।

কমেন্টের সঠিক প্রতি উত্তর দেয়াঃ

এ বিষয়টি আপনার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। পাঠক যখন আপনার পোষ্ট পড়বে তখন পোষ্টের কিছু বিষয় হয়ত ঠিকমত বুঝবে না। এ ক্ষেত্রে তারা চাইবে কমেন্টের মাধ্যমে আপনার নিকট থেকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিতে। আপনি যদি কমেন্টের প্রতি-উত্তর প্রদানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে কমেন্টকারীকে সহজ ও বোধগম্য করে সন্তুষজনক জবাব দিতে পারেন, তাহলে ঐ পাঠক নিঃসন্দেহে আপনার ব্লগটিকে তার প্রিয় ব্লগের তালিকা রেখে Bookmark করে নেবে।

অন্যের পোষ্টে মন্তব্য করাঃ

প্রথমত অন্যের পোষ্ট পড়ুন এবং অন্যের পোষ্টে চমৎকার উপস্থাপনায় মন্তব্য করুন। ভাল লেগেছে, ভাল হয়েছে এ জাতীয় মন্তব্য না করে সমালোচনামূক মন্তব্য করুন, গঠনমূলক প্রশংসা করুন। ভাববেন না অন্যেকে কঠিকভাষায় সমালোচনা করলে সে আপনার পোষ্টে আসবে না বরং আপনি যদি লেখাটি পড়ে তার কঠিন সমালোচনা করেন তবে মাঝে মাঝে রেগে গেলেও আপনাকে মনে রাখবে এবং আপনার পোস্টে ঢুকবেই।

Social Media Promote করাঃ

বর্তমান সময়ে ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রেও সোসিয়াল মিডিয়াকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। কারন বিভিন্ন সোসিয়াল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এত বেশী যে, আপনার লেখার প্রচার-প্রসার এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে। বিশেষকরে Facebook এবং Twitter এ আপনার বিভিন্ন পোষ্টের লিংক শেয়ার করার মাধ্যমে আপনার জনপ্রিয়তা এবং ট্রাফিক দুটিই বৃদ্ধি করতে পারবেন।

অনেক কথা হলো।
ভালো থাকুন, ভালো রাখুন।

আবার জমবে মেলা শব্দনীড়

শব্দনীড় ব্লগে সাথে জড়িয়ে আছে অনেক দিনের আবেগ। শুধু আমার একার নয় অনেকের। এক সময় অনেক ভাল ভাল ব্লগ লেখক ছিলেন এই ব্লগে সক্রিয়। তাদের নানাধর্মী লেখায় উত্সবমুখর পরিবেশ ছিল এখানে। অনেক সম্ভবনা তৈরি করেও শেষ হয়ে গেছে সেইসব আনন্দমূখর দিন।

ব্লগ চালিয়ে রাখতে যে টাকা পয়সা ব্যয় করতে হয় তার জোগার হচ্ছিল না, তাই ব্লগটি বন্ধ হয়ে পরে। সেই সমস্যা সমাধান হয়েছে। এখানে পুনরায় সক্রিয় হোন। আপনাদের কাছে টাকা পয়সার সাহায্য চেয়ে আর পোষ্ট আসবে না। এ কথা এ কারণে বললাম অনেক ভাল ভাল ব্লগ লেখক কথা প্রসংগে আমাকে জানিয়েছেন যে এখানে সক্রিয় হলেই টাকা পয়সার কথা বলা হয়।

পরিশেষে এই আবেদন করছি আসুন এখানে নিত্য নতুন নতুন কনসেপ্ট নিয়ে এখানে সক্রিয় হই। আর কিভাবে ব্লগটিকে বেগবান আর প্রাণবন্ত করে তোলা যায় সেই বিষয়ে নিজেদের মতামত তুলে ধরি।

a:শব্দনীড়ের প্রাসঙ্গিক কিছু কথা

শব্দনীড়ে সকলের জন্য প্রাসঙ্গিক কিছু কথা

সুপ্রিয় শব্দনীড় বন্ধু সমীপে।

শব্দনীড় আজ প্রায় ১ মাস ৪ দিন পার করছে। আপনার বা আমাদের শব্দনীড় তার অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে প্রায় ১,০২১ টি পোস্ট সঞ্চিত হয়েছে। এবং যার মধ্যে ৮৫৬ টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। বাকি গুলোন খসড়া অথবা অপেক্ষমান ঘরে নিরাপদ জমা আছে। মন্তব্য সংখ্যা ৫,০৭৩ টি। নিবন্ধিত ব্লগারের সংখ্যা ৬৯ জন।

এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।

ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।

চলতি শব্দনীড় এ কয়েকটি নিয়ম বিদ্যমান রয়েছে যা অবশ্যি জানা প্রয়োজন।

সতর্কতা :
www

শব্দনীড় এ লিখা প্রকাশের ৪৮ ঘন্টা পর প্রকাশিত পোস্ট পুনর্বার সম্পাদনা করা যাবে না। সুতরাং পোস্ট প্রকাশের ক্ষেত্রে তাই সতর্ক সাবধানতা অবলম্বন করুন।

red কারণ :
প্রাথমিক পর্যায়ে সহজ সাধারণ কোন লিখাকে পরবর্তীতে কারু অগোচরে কেউ যেন সংশোধন করে ব্লগকে বিতর্কিত করে তুলতে না পারে এই জন্য সাবধানতা।

যে কোন পোস্ট প্রকাশের দিন থেকে ১৪ দিন পর উক্ত পোস্টে নতুন করে ভিন্ন কেউ মন্তব্য প্রদান করতে পারবেন না। এমনকি লিখক স্বয়ং তাঁর নিজস্ব পোস্টে মন্তব্যের প্রতি-মন্তব্যও দিতে পারবেন না। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা পদ্ধতি।

search_btn সাময়িক সমাধান :

সঞ্চালকের সাথে যোগাযোগ করে সম্পাদনা বা মন্তব্যের ব্যবস্থা করতে পারবেন।
[email protected]

aaa_3

নিবন্ধন নিয়ে ব্লগারে’র সক্রিয়তা লক্ষ্য করা না গেলে ৬০ দিন পর নিবন্ধিত আইডি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। পুনঃ নিবন্ধিত হলেও গতি লক্ষ্য করা হবে।

aaaaa2013

মন্তব্যের ঘরে ফটো আপলোডার ব্যবস্থা পূর্বে ছিলো। এখনও আছে। দুঃখজনক যে কেউ কেউ ২ থেকে ৪ মেগাবাইটের ছবি আপলোড করায় মিডিয়া সার্ভার ভারি হয়ে গিয়ে ব্লগের গতি কমে যায়। তাই মিডিয়া url ব্যবস্থা চালু আছে। সার্ভার থেকে মিডিয়া মুছে গেলেও ভিন্ন সাইট থেকে ইমপোর্ট করা img url ছবি থাকবে।

Divider 7a
পরিশেষ : নিজে লিখুন; সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ব্লগিং হোক সৌহার্দ্যের।
ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর পাশে থাকুন। ধন্যবাদ।

rrr