শ্রাবণে আশা


আষাঢ়ের শেষ বৃষ্টির ফোঁটাগুলি
শ্রাবণের বার্তা বয়ে নিয়ে এলো,
বারান্দায় শেষ বিকেলে একলা বসে
উতলা মন যেন শ্রাবণকেই চাইছিল।
নূতনের আহ্বান, পুরাতনের দীর্ঘশ্বাস
এটাই পরিবর্তনের ইতিহাস!

শ্রাবণের বারিধারা ঝরবে ঝরঝর
আশায় আশায় কৃষকের দল,
আরও প্রাপ্তির আশা নিয়ে আছে
দাবদাহে অবগাহিত বৃক্ষদল।
আশা নিয়ে জমা রেখেছে শক্তি
মিলবে শ্রাবণে ভেকের মুক্তি!

অফিসের বাবুরা রয়েছে তাকিয়ে
কখন আসিবে শ্রাবণ,
রাস্তার জমা জলে বন্ধ যান
অফিসে লাগবে গ্রহন!
কেরানীর আশা শ্রাবণ এলেই কামাবে,
ভেজাবাবুদের থেকে উপরিটা জমাবে।

শ্রাবণের দিকে চেয়ে আছে শুভাকাঙ্ক্ষী
ধুয়ে মুছে পাপ
হয়ে যাবে সাফ
চাইছে সমাজের যত হিতাকাঙ্ক্ষী।

8 thoughts on “শ্রাবণে আশা

  1. বাহ্,মুগ্ধতার শেষ নেই কবিতায়। কবির আকুতির সাথে অন্যদের আকুতিও মন ছুয়ে গেছে।

  2. আপনার মূল্যবান মন্তব্য আমার অনুপ্রেরণা।

    ভালো থাকবেন প্রিয়কবি

  3. অভিনন্দন প্রিয় কবি মি. সৌমেন কুমার চৌধুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. হা…হা….,ভালো বললেন।

      ভালোবাসা অনেক।

    1. শুভেচ্ছা নিলাম।

      ভালোবাসা দিলাম।

      ভালো থাকবেন প্রিয়কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।