অনিবার্য যাই ছুটে তোমার অভিমুখে

অনিবার্য যাই ছুটে তোমার অভিমুখে

অতঃপর-
চুম্বনগুলো ছুঁড়ে দিই তোমার দিকে।

টেনে নাও আর বুকের নরমে লিখে দাও
দাহ আর উষ্ণতা, বসন্তের শব্দসমূহে।
জলপাই পাতাটিও আর রাখে না আড়াল
নিরাভরণ দেহখানি দেহতে মেশে!

তোমার নিবিড় আলিঙ্গনে তপ্ত বুকে জন্ম নেয়-
যে কোমল সবুজ তুমি তাতে স্পর্শ রাখো;
তোমার ওষ্ঠ, চিবুক, নাভিমূল নেমে এলে
আমি শুদ্ধ হই; বেঁচে উঠি আহত পাখিটি যেন;
আর-
শুশ্রূষার চুম্বন তোমার!

যেন আমি সমস্ত পৃথিবী ভুলে
অনিবার্য ছুটে যাই তোমার অভিমুখে!

18 thoughts on “অনিবার্য যাই ছুটে তোমার অভিমুখে

  1. যথেষ্ঠ সুন্দর একটি কবিতা সুমন দা। আপনি কই ??? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এইতো আছি। প্রতিদিনই আছি। ধন্যবাদ কবি রিয়া রিয়া। :)

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  2. মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।সাথে শুভকামনাও থাকলো ।

    1. ধন্যবাদ কবি নিতাই বাবু। :)

  3. "যেন আমি সমস্ত পৃথিবী ভুলে
    অনিবার্য ছুটে যাই তোমার অভিমুখে!"https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. যেন আমি সমস্ত পৃথিবী ভুলে
    অনিবার্য ছুটে যাই তোমার অভিমুখে!

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ কবি দিলওয়ার হুসাইন ভাই। :)

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। :)

  5. কবিতাটা সুন্দর হয়েছে। 

    1. ধন্যবাদ হৃদয় রহমান ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।