সোনাবন্ধু ভুইলো না আমারে

তুমি বিনে আকুল পরান
থাকতে চায় না ঘরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে –

এত আকুতি শাহ আবদুল করিমের গানের প্রতিটি লাইনে লাইনে পাওয়া যায়।
এই পরান আকুল, এই পরাণ ব্যাকুল, এই পরাণ ঘরে রয় না –
এখন সেই বন্ধু, সোনা বন্ধু যেন তারে না ভুলে যায় —
আহারে কি আকুতি !! প্রতিটি শব্দে প্রতি ইঞ্চি ইঞ্চি সুরে এই হৃদয়ের যে আকুলতা সে আকুলতার ব্যথা কষ্ট সেই বুঝে যে এই ভ্রমে পড়ে যায়। ভ্রম কেন ? ভ্রম এই জন্য যে এটা আসলেই একটা যন্ত্রনা। না কাজে মন বসে না ঘরে মন বসে, উড়ে যেতে ইচ্ছে করে এই চিত্ত। আহা কেন এমন ?

সাগরে ভাসাইয়া কুলমান
তোমারে সঁপিয়া দিলাম দেহ মনো প্রাণ

প্রেমের এমনি আকুলতা, এই প্রসংগে আমাদের এক আত্বীয় মেয়ের কথা মনে পড়ছে। রুমা( অন্য নাম তার ) যখন ঘর ছেড়ে বের হয়ে গেলো তাও এমন এক ছেলের সাথে তার জন্য তার শুধু পরিবার না তার পুরো আত্মীয় স্বজন এমনকি গ্রাম ও ছাড়তে হলো। তার মা একা একা চোখের জলে ভাসেন কিন্তু সমাজ এর বাইরে চলে যেতে হবে তাকে যদি মেয়ের সাথে সম্পর্ক রাখেন। রুমাও জানে এই পরিণতি। কিন্তু কি উপায়, এই হৃদয় তো কিছু বুঝে না।
সাগরে কুল মান সব যাক, কিন্তু তারে ছাড়া তো চলে না –

আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও –

আহা কি কথা !! আমারে ছাড়িয়া যদি যাও প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও —
আমার মাথা খাও, গ্রাম বাংলার এই প্রচলিত কথাকে সুরে সুরে কি অসাধারণ আকুলতায় পর্যবসিত করা যায় সে এই কবিই জানেন।
বাউল কবি অথচ বুঝতে পারেন যার জন্য এই মন পাগল হয়, দিল পাগল হয় তখন মন কোনো যুক্তি বুঝে না।

কুল মান গেলে ক্ষতি নাই আমার
তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব আর

আসলেও তো কুল মান দিয়ে কি হবে ? যদি প্রাণই তো না বাঁচে –
তোমারেই চাই রে সোনাবন্ধু
সোনাবন্ধু ভুইলো না আমারে —

যুগ যুগ জিও সোনাবন্ধু —
শাহ আবদুল করিমের মত কবি, গীতিকার সুরকার কতদিন পরে পরে আসেন
এই পৃথিবীতে ?

শ্রদ্ধা প্রিয় কবি সুরকার গীতিকার শাহ আবদুল করিমের প্রতি। তিনি না থাকলে এই আকুল করা গান পেতাম না।

11 thoughts on “সোনাবন্ধু ভুইলো না আমারে

  1. আলোচনাটি দারুণ উপভোগ্য হয়েছে কবিবোন নাজমুন নাহার। আমিও শ্রদ্ধা জানাই কবি সুরকার গীতিকার শাহ আবদুল করিমের প্রতি। শুভেচ্ছা আপনাকেও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. এত আকুতি শাহ আবদুল করিমের গানের প্রতিটি লাইনে লাইনে। সত্যি তাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif শাহ আবদুল করিম নিয়ে অনেক আগে আপনার পোস্ট পড়েছিলাম। আমার কাছে দারুণ লেগেছিল আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ । অনেক আগে পড়েছেন এখনো মনে আছে এটা ভেবেও ভালো লাগছে আপা । 

      ভালো থাকবেন । 

  3. শাহ আবদুল করিমের গানের প্রতি আমার বিশেষ ধরণের দূর্বলতা আছে আপা। :)

    1. আমারো দুর্বলতা আছে সুমন  । অসাধারণ তার গানের আবেদন । শুভেচ্ছা জানবেন । 

  4.   কালজয়ী বাউল সম্রাট শাহ আবদুল করিম এর প্রতি আন্তরিক শ্রদ্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  5. কালজয়ী বাউল সম্রাট শাহ আবদুল করিম এর গানগুলো আমি খুব শুনি। ভালো লাগে। হৃদয়ে ঢেউ তুলে। নিজের গিন্নিকে নতুন করে ভালোবাসতে মন চায়। 

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।