প্রতিদিন যাদের বরণ করিতে
মালাপড়াতে যাই হিথ্র
যুগেযুগে তারা প্রমাণ করিয়াছে
আমাদের নয় তারা মিত্র!
পদের লোভী কিছু লোকেদেরও
কান্দে করিয়া ছোয়ার
উন্নয়নের মিথ্যার বুলিগুলে
চায়েরকাপে তুলে –জোয়ার।
বিমান বন্দরে হত্যা গুমের
প্রমাণ আছে অহরহ
বিচারের বানী নিভৃতে কাঁদে
বলে তারা সহসহ।
দাবী তুলিয়া দাবী রাখিয়া
হয়েগেছি তেঁতা ভুতা…
আবার যখন হিথ্র নামিবে হে
ফুল নয় দেবো শুধু জুতা।
"দাবী তুলিয়া দাবী রাখিয়া হয়েগেছি তেঁতা ভুতা…
আবার যখন হিথ্র নামিবে হে ফুল নয় দেবো শুধু জুতা।"
ধন্যবাদ।
Wonderful
আবার যখন হিথ্র নামিবে হে
ফুল নয় দেবো শুধু জুতা।৷
কান্না
চমৎকার লেখেছেন কবি দা