সম্পর্ক তৈরী হয়। শেষ হয় না কখনো। বিভিন্ন সম্পর্কের মানুষ গুলো বিভিন্ন সময় ঘুরে ফিরে আসে বিভিন্ন রুপে। আমাদের শুধু অপেক্ষা করতে হয় সবাইকে নতুন রুপে দেখবার। প্রতিটা সম্পর্ক প্রতিদিনই নতুন। সম্পর্কের প্রকৃতি পালটানো সম্পর্কগুলোও প্রতিদিন নতুন হয় যেমন নতুন হয় প্রকৃতি না পালটানো সম্পর্কগুলো। কেন ? কারন সম্পর্ক পাল্টায় না কখনো, পাল্টায় মানুষ !!!
ট্যাগ আর্কাইভঃ আত্মচিন্তন
আত্মচিন্তন-১
বিশেষত্ব হীনতাও যদি বিশেষত্ব হয় তবে বিশেষত্ব হীন হওয়ার উপায় কি বৈশিষ্ট্য হীন হওয়া? কিভাবে সম্ভব ?
গদ্য ও পদ্য কবিতা
পদ্য এবং গদ্য কবিতার মধ্যে কোনটা কবিতা আর কোনটা কবিতা নয়, আমি মনে করি এ যুদ্ধ অবান্তর। কারন কবি যেমন কবিতা তৈরী করে তেমনি পাঠক ও তৈরী করে। কিন্তু পাঠক কবি ও তৈরী করে না আবার কবিতা ও তৈরী করে না।
কিন্তু সেটাই কবিতা যেটা পাঠকের বোধগম্য হয় এবং ভালোবাসা অর্জন করতে পারে। সুতরাং এই দুই পক্ষের মিথস্ক্রিয়ায় একটা কবিতা আসলে কবিতা হয়ে উঠে। কবিতাতে ছন্দ থাকতেই হবে এমন কোন ধরা বাঁধা নিয়ম নাই। কবিতার ভাবই আসলে নির্ধারণ করে দেয় সেটা গদ্য হবে না পদ্য আর এটা কবি মাত্রই উপলব্ধি করেন। গদ্য বা পদ্য নির্ধারণ করে না সেটা কবিতা কি না। গদ্য কবিতা কবিতার মর্যাদা না পেলে সেটা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেত না।
আমার মনে হয় এই দুইয়ের মিশ্রণেও কবিতা হতে পারে। কবিতার প্রাণ হচ্ছে তার ভাব ও অনুভুতি। গদ্য বা পদ্য শব্দ চয়ন কবিতার আশ্রয় মাত্র।