ট্যাগ আর্কাইভঃ একজন নিশাদ এর ছবি ব্লগ

ছবি ব্লগ ১

আমার ছবি তুলতে ভাল লাগে, অবশ্য ভাললাগার ক্ষেত্রে ছবি তোলার অবস্থান প্রায় শেষের দিকে। কোন নির্দিষ্ট বিষয় নিয়ে আটকে থাকতে আমার মোটেও ভাল লাগেনা তাই ছবি তোলার ক্ষেত্রেও তেমন। ব্লগে এলোমেলো করে ছবি দিলে আসলে অনেকের বুঝতে সমস্যা হবে তাই এক একটা বিষয়ের আলাদা আলাদা ছবি নিয়ে আমার এই ছবি ব্লগ।

আমার আজকের ছবিব্লগ এর বিষয়বস্তু শৈশব

ছবিটি নরসিংদী থেকে তোলা, সেখানে আমি একটি চিলেকোঠায় থাকতাম, ওর মা যখন আমার জন্য রান্না করতো ও তখন আমার ঘরের সামনের সিড়িতে বসে থাকতো যাতে আমি ওকে কিছু খেতে দিই।

তখন আমি আড়াইহাজার পুরিন্দা থাকি, খুব সস্তা একটা হোটেলে খাবার খাবার খেয়ে বের হবার সময়কার তোলা ছবি, ছেলেটি আনমনে কিছু একটা ভাবছিল।

এই ছবিটা বাবুরহাট থেকে তোলা, ওদের সাথে সেদিন সত্যিই কিছু ভাল সময় কেটেছিল, এমন প্রাণ খুলে নিজেও হয়ত কোনদিন হাসতে পারিনি।

ছবিটি কক্সবাজার থেকে ৫০ কিলোমিটার আগে মেধাকচ্ছপিয়া থেকে তোলা, ছবি তোলার পর ছেলেটিকে একটা রুটি কিনে দিয়েছিলাম, অনেকক্ষণ সে আমার সাথে হেঁটেছিল।

ছবিটি মেলান্দহ থেকে তোলা, মেলান্দহ বাজার থেকে একটু দূরে দেখা হয়েছিল, আমি চলন্ত অবস্থায় তার হাসিমুখ আমার তৃতীয় চোখে করে নিয়ে এসেছি।

আমি যখন চিনিশপুরে ছিলাম এরাই ছিল আমার খেলার সাথি, আমি এদের সাথে অনেক আনন্দঘন সময় কাটিয়েছি।

ইনানি বিচে সূর্যাস্ত যাবার সময় তোলা একটা ছবি, অনেক ভাল কিছু ছবি ছিল সেদিনকার, দুর্ভাগ্যবশত এই একটা ছবিই অবশিষ্ট আছে আমার কাছে।

ছবিটি মনোহরদী থেকে তোলা, হঠাৎ করেই।

ছবিটি আমার গ্রামের দুটি শিশুর, ওরা সম্ভবত ভাই, ওরা দুজনেই ছবি তোলার জন্য ব্যাপক উৎসাহিত ছিল।

এই ছবিটি একটি দুষ্ট বালকের, এবং সে এখনো এমন দুষ্টই আছে।

ছবিটি ঠিক কোথায় কবে তুলেছিলাম মনে করতে পারছি না।

এই ছবিটা আমার প্রথম সমুদ্র ভ্রমণের এক সুর্যাস্তের তোলা। ছেলেটাকে আমি প্রায় ১০/১৫ মিনিট এভাবে দাড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে দেখেছি। অনেক হলো, আরো অনেক বাচ্চাদের ছবি তুলেছি, বাচ্চাদের ছবির মত সুন্দর হয়ত আর কিছুই নেই, আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে আমার তোলা ছবিগুলো দেখার জন্য।