ট্যাগ আর্কাইভঃ তুমি সুন্দর

তুমি কত সুন্দর

001. Tumi_Koto_Sundor

‘তুমি কত সুন্দর’
দক্ষিনের জানালায়,
ফোঁটা স্নিগ্ধ গোলাপ-
সু-গন্ধ ছড়ায় দিনভর
তুমি তারচেয়ে সুন্দর।।

‘তুমি কত সুন্দর’
উষ্ণ গরমের দিনে,
ক্লান্ত শ্রান্ত মনে,
দমকা হাওয়ায়
জুরিয়ে যাওয়া-
শরীর আমার;
তুমি তারচেয়ে সুন্দর।।

‘তুমি কত সুন্দর’
সুন্দর ধরণীর বুকে
সুন্দর মানবী তুমি
তোমার জন্যে-
পাগল আমি,
যেমনি মাটির টানে
বৃষ্টি পড়ে ঝরঝর;
‘তুমি কতই না সুন্দর’।।