ট্যাগ আর্কাইভঃ ব্লগ উন্নয়ন

আবার জমবে মেলা শব্দনীড়

শব্দনীড় ব্লগে সাথে জড়িয়ে আছে অনেক দিনের আবেগ। শুধু আমার একার নয় অনেকের। এক সময় অনেক ভাল ভাল ব্লগ লেখক ছিলেন এই ব্লগে সক্রিয়। তাদের নানাধর্মী লেখায় উত্সবমুখর পরিবেশ ছিল এখানে। অনেক সম্ভবনা তৈরি করেও শেষ হয়ে গেছে সেইসব আনন্দমূখর দিন।

ব্লগ চালিয়ে রাখতে যে টাকা পয়সা ব্যয় করতে হয় তার জোগার হচ্ছিল না, তাই ব্লগটি বন্ধ হয়ে পরে। সেই সমস্যা সমাধান হয়েছে। এখানে পুনরায় সক্রিয় হোন। আপনাদের কাছে টাকা পয়সার সাহায্য চেয়ে আর পোষ্ট আসবে না। এ কথা এ কারণে বললাম অনেক ভাল ভাল ব্লগ লেখক কথা প্রসংগে আমাকে জানিয়েছেন যে এখানে সক্রিয় হলেই টাকা পয়সার কথা বলা হয়।

পরিশেষে এই আবেদন করছি আসুন এখানে নিত্য নতুন নতুন কনসেপ্ট নিয়ে এখানে সক্রিয় হই। আর কিভাবে ব্লগটিকে বেগবান আর প্রাণবন্ত করে তোলা যায় সেই বিষয়ে নিজেদের মতামত তুলে ধরি।

শব্দনীড় ব্লগ ব্যবহারে আপনার সমস্যা বা ত্রুটি এখানে জানান

সাইট আপডেট চলছে – এই পোস্টে তথ্য দিয়ে সহায়তা করুন। এমন আহ্বানের মাধ্যমে সম্মানিত টেক প্রশাসক যিনি কারকুন নিক এ ইতিমধ্যেই আপনাদের সাথে পরিচিত হয়ে উঠেছেন। আপনার প্রিয় শব্দনীড় ব্লগ এর ওয়ার্ডপ্রেস প্লাগইন হালনাগাদ করণের লক্ষ্যে কাজ শুরু করেন এবং নিরলস শ্রম দিয়ে প্রায় সকল প্লাগইন ইতিমধ্যেই আপডেট সম্পন্ন করে সাইট আপডেটের কাজ শেষ – আপডেট পরবর্তী সাইট ব্যাবহার জনিত কোন সমস্যা আমাদেরকে জানান শীর্ষক পোস্ট দিয়ে ব্লগ ব্যবহারীদের ব্লগ ব্যবহারে ব্যক্তিগত সমস্যা জানতে চেয়েছেন।

মি. কারকুন টেক প্রশাসক আমারই করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন … চলমান এই কর্মপরিকল্পনা মুলত সাইটের সফট্ওয়্যার আপডেট, বিজ্ঞাপন বরাদ্দ এবং অভ্যন্তরীন কোড উন্নয়ন এর উদ্দেশ্যে।

সুতরাং ব্লগের চেহারা আমূল পাল্টে যাবে বা ব্লগকে আরও ব্লগ বান্ধব করা হবে এমন প্রত্যাশা এবং দাবি আমার মতো সাধারণ ব্লগারদের জন্য অমূলক এবং অতি চাওয়া। অযথা শব্দক্ষয়। সুতরাং চলমান ব্লগ ব্যবহারে আপনার সমস্যা বা ত্রুটি এখানে জানান। উন্নয়নের শেষ ধাপের এই সময়ে আপনার সমস্যা আপনার হয়ে আমি জানিয়ে দেবো।

আপনার সমস্যা আমি ক্রমানুসারে এখানে সাজাবো।

০১. ধীর গতির ব্লগ আপলোড ব্লগিংকে নিরুৎসাহিত করছে।
০২.
০৩.

নতুন যা যুক্ত হলো :

আপনার প্রোফাইল ছবি এখন শব্দনীড় ব্লগে আপনার ড্যাশবোর্ড > নিয়ন্ত্রণ কক্ষ ও নতুন পোস্ট > আপনার প্রোফাইল অংশ থেকে আপলোড করতে পারবেন।

ফেসবুক এ শব্দনীড় | বাংলা ব্লগ পেজ এ লাইক দিন।
ফেসবুক হোম পেজ এ শব্দনীড় এ প্রকাশিত সর্বশেষ পোস্টটির আপডেট পাবেন।

মন্তব্য অথবা পোস্টে ইউটিউব শেয়ার করতে চাইলে ইউটিউবের এড্রেস বার থেকে লিঙ্ক কপি করে এনে শুরুর http:// পরে শুধু একটি v যোগ করে httpv:// (পরবর্তী অংশ হুবহু ঠিক রাখুন)।

পরীক্ষামূলক লোগো তৈরী করেছেন মি. সুমন আহমেদ।