ট্যাগ আর্কাইভঃ ভাবনা

চূর্ণ-বিচূর্ণ ভাবনা থেকে-১

১.
ভ্রমরের সাথে বন্ধুত্ব পেতেছিলাম একটু খানি মধু পাবার আশায়। কিন্তু সে মধু তো দিলোই না উল্টো ভেঙ্গে দিলো হৃদয়ের অঙ্গন। শূন্যতার তীব্র তাপদাহে ওপার থেকে কেউ একজন বলে উঠলো, ওহে ভ্রমর কি কখনও কাদায় বাসা বানায়?

২.
“মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, মাঠ চলে গেল বলের বাইরে। দুঃখিত দর্শকমণ্ডলী, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে। – বলুন তো কথাটা কার?

৩.
এই পৃথিবীটা খুবই মনোহর, মরতে হবে যে তাই!

৪.
উনিশ থেকে বিশ হলে, কিছু মানুষ নিজেদেরকে নিষ্কলুষ প্রমাণ করার লক্ষ্যে মিথ্যায় আশ্রয় খোঁজে। কারন সত্য অপেক্ষা তারা মিথ্যাকেই নিরাপদ মনে করে। অথচ মিথ্যার আশ্রয় যে দুর্ভোগের পাহাড় জমাতে থাকে এ বিষয়ে তারা থাকে সম্পূর্ণ জ্ঞানহীন। অতঃপর সত্য যখন উঁকি দিয়ে ওঠে মিথ্যা তখন ধূলিস্যাৎ হয়ে যায় আর সেই সাথে বেরিয়ে আসে থলের বিড়াল।

৫.
বর্তমানকে শুদ্ধ করার লক্ষ্যে ফেলে আসা অতীতের স্মৃতিচারন খুবই গুরুত্বপূর্ণ। তবেই একটি দীপ্তমান ভবিষ্যৎ পাওয়ার প্রত্যাশা করা যায়।

৬.
শোনা কথায় কান দেয়া আর মূর্খতায় ডুবে থাকা সে তো একই কথা।

সময়

যে সময় বয়ে যায় তা আসে কোথা হতে
কোথায় সে যায়
চলে গেছি বহুদুর আমি তা খুজতে খুজতে
সময় চলে যায়!

সময় হয়তো আছে পৃথিবীতে
যদি সে থাকে-থাকুক
আমাদের কি আসে যায়!

দেখেছিলাম সময়-তো বয়ে চলে যায় না!
দেখেছিলাম সে আছে স্থবির হয়ে
সেই কবে থেকে কেউ জানেনা

থাকনা সে স্থবির হয়ে
তার মাঝে। কেন আমরা তাকে
টেনে এনে ভাগ করলাম চব্বিশটা ভাগে?
অতঃপর একটা ঘড়ির ভেতর আটকে
কেন বন্দী করতে চাই তাকে?

পৃথিবীর আহ্নিক গতি দিন কে করে রাত
আর বার্ষিক গতি মাস কে করে বছর
তাতে সময়ের কি আসে যায়?

কেন আবার তাকে ষাট দিয়ে ভাগ
করে বানাই ঘন্টা,মিনিট বা সেকেন্ডের ঝাঁক?

সেকেন্ড মিনিট ঘন্টা চলে যাকনা!
মাস বছর যুগ চলে যেতে থাকনা!

ঘুরুক পৃথিবী নিজে কিংবা তার কক্ষপথে
ঘুরুক সুর্য নিজে কিংবা সবার সাথে
তাতে সময়ের কি আসে যায়
সময় কি তাতে বয়ে চলে যায়?

যেখানে সুর্য নেই -ঘড়ি নেই
চব্বিশ কিংবা ষাট ভাগ নেই
মহাশুন্য ছাড়িয়ে যেখানে আলো নেই
দিন-রাত মাস-বছর কিংবা কল্পনা-চেতনা নেই
সময় কি সেখানে নেই?

সময় বলে যদি কিছু থাকে-থাকুকনা ঠায় দাঁড়িয়ে
যার নিজের অস্তিত্ব নেই সে কি করে যাবে ফুড়িয়ে?

পরিবর্তন হয় সাগরের, পাহাড়ের আর সভ্যতার
ছন্দ আসে শহরের, জীবনের আর বিলাসিতার
জীবন আসে জীবন চলে যায়
তাতে সময়ের কি আসে যায়?

সময় যদি গিয়ে মিশে থাকে কালে
আর কাল যদি মিশে থাকে মহাকালে
তাহলে বিগব্যাং কিংবা মহাকালের আগে
সেই যে সময় শুরু হওয়ার আগে থেকে
যে সময়-শুন্যতা চলে এসেছিলো
সে সময়-শুন্যতা কত সময় ধরে ছি্লো?

সময় বলে যদি কিছু থাকে- থাকনা
কেন তাকে টেনে এনে বাধিয়েছি তালগোল
সময় যদি বয়েই যায়-যাকনা
কেন মানুষের আয়ুর হিসেব কষে করছি হট্টগোল?