ট্যাগ আর্কাইভঃ ভাষা দিবসের কবিতা

বিনম্র শ্রদ্ধা

ভায়ের রক্তে পেলাম ভাষা,
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমের বিনিময়ে, এদেশ আমার
বাংলা আমার শক্তি।

মনের কথা, মনের মতো।
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো,
ছাত্র জনতার ইতিহাস।

সেই ইতিহাসের পথটি ধরে,
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়কো দয়া।
এটাই শ্রদ্ধা জানানোর রীতি।

একুশ আমার ভালোবাসায়,
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়,
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।

ভাষা শহীদেরা আমার ভাই ছিলো,
ছিলো মায়ের স্নেহের ধন।
ভাষার তরে কোল খালি হলো,
পাথর চাপা মায়ের প্রাণ।

বিনিময় মূল্য চায়নি তারা,
চায়নি অনেক নাম ও খ্যাতি।
ছিলো নিঃস্বার্থ দেশপ্রেমিক তারা,
রইলো বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।

অধিকার


ভাষার মাসে ফোটে ফুল,
পলাশ, গাঁদা আর শিমুল।
কোকিল ডাকে মধুর সুরে,
মনটা নাচে দোদুল দুল।

আমার ভাষা বাংলা ভাষা,
বাংলা আমার মায়ের মুখ।
এই ভাষাতে হেসে কেঁদে
সারাবেলা মনের সুখ।

মৃত্যুহীন প্রাণ, করেছে দান,
যেসব ভাষা শহীদেরা।
আজীবন তারা স্মরণীয়
যতদিন রবে বাঙালিরা।

ছাত্র জনতার দাবি ছিলো,
রাষ্ট্রভাষা বাংলা চাই।
সেই মিছিরে গুলি হলো,
রক্তাক্ত হলো আমার ভাই।

পাকিরা চেয়েছিলো কাড়বে,
ভাষার অধিকার।
বীর বাঙালি রুখে তাদের
ছিনিয়ে নিলো অধিকার।