ট্যাগ আর্কাইভঃ মুরুব্বী’র অণুলিখন

ব্লগবুক অণুলিখন

জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা মহার্ণবে অলৌকিক আল্পনা …
কল্পনা নয় শিল্পের আশ্রিতা অন্ধ প্রান্তর উচ্ছল এই নিঃশর্ত মূর্চ্ছনা।

ব্লগবুক: আমি সেই আমি নেই শুধু আমিতে ২

আলোকমণ্ডিত পৃথিবী থেকে দ্রুত অন্ধকার সরে যায়
জাগতিক বৃক্ষের বুক থেকে বিদায় নেয় রাত্রি. আমি সৃষ্টির
দর্পণে রাখি হাত; পরিবর্তনশীল বিশাল ব্রহ্মাণ্ড ছুঁয়ে দেখি শূন্য।

ব্লগবুক : আমি সেই আমি নেই শুধু আমিতে

ক্যানভাসের স্পষ্ট অহংকারে যোগাকার হয় রঙ জল তুলি …
যেন ফেভিকল বাস্তবতার অলংকারে সময়ের অবিন্যস্ত সন্ন্যাস।

আমি সেই আমি … নেই শুধু আমিতে।

শিরোনামটি হঠাৎ করেই মনে এলো। কোন কারণ বা অকারণের ব্যাখ্যায় যাবো না। সরল ভাষায় বললে বলে দিই আমি এই মুরুব্বী আদিনমান কোন না কোনভাবে আপনার এবং আপনাদের পাশাপাশি আছি। স্তুতিকথায় কার মনে কতোটা প্রভাব পড়ে জানি না; তবে আমি আপনাদের লিখায় লিখা শিখি। চেতনা প্রসূত হয়ে কখনও আবেগ তাড়িতও হই। ফলাফল আমার নিজের হাত মন্তব্যেই সীমিত হয়ে গেছে। মাঝেসাঝে খুব কষ্ট ধরে দুইয়েক লাইন অথবা পুরোনো কথারই গায়ে নতুন সুবাস চড়াই। এফবি’র পাতায় অনিয়মিত চাপিয়েও দেই। খুব একটা সাড়া মেলে তা নয়, মোটামুটি। পরীক্ষামূলক একটা প্রয়াস নিচ্ছি। ph5

আমি সেই আমি পরিচয়টি বন্ধুদের উৎসাহ পেলে অনুমান হবে যাবে।