ট্যাগ আর্কাইভঃ ১৯৭১ এর কবিতা

প্রদোষকাল[ ১৯৭১ এর কবিতা]

ঘনান্ধকার আঁধার নক্তে।
অপ্রার্থিত অশনি নিনাদ,
আসুরিক আর্তচিৎকারে অকস্মাৎ প্রকম্পিত ব্রহ্মাণ্ড ।
অপ্রত্যাশিত,অনাকাঙ্খিত
পাকসেনারা এলো ছুটে…..।

অজ্ঞাত অবিদিত আক্রোশে
অত্যাচারীর বুটের উদ্ঘাতে,
অশ্রাব্য গালি…..।
গুলিতে রক্তে বারুদের ঝাঁঝালো দুর্গন্ধে
ছিন্ন বিছিন্ন মানুষ এবং মানবতা।
হায়েনার হিংস্র ছোবলে
অবিলম্বে
রক্তাক্ত হলো মা মাটি দেশ
আমাদের সম্মান , আমাদের গৌরব
আমাদের সমুদয় অহংবোধ।

দেশ ভাগের সূচনা হতে উপারম্ভ
যে অনাকাঙ্খিত ঘটনা সমূহ।
তারই পরম্পরাগত ঘটনা।
সেই অপ্রত্যশিত তিমির রাতে
কেড়ে নিলো আমাদের সকল অধিকার
হিংস্র নরপিশাচের দল……।
এরই পরিপ্রেক্ষিতে নতুন রাষ্ট্রের ঘোষণা এলো অবিলম্বে……
যার নাম
“বাংলাদেশ”