রাতের জোয়ার ভাটা

রাতের জোয়ার ভাটা
যাযাবর জীবন

অন্ধকার পুড়ে গিয়ে রাত
দেহ পুড়ে কাম
রাত বাড়তেই বাড়তে থাকে শরীর
নদী খোঁজে মাছ
পুরুষের কাম-সাঁতার;

স্খলনে পানি বেড়ে জোয়ার
বোকা নারী চন্দ্রমাস গুনে ভাটায় পোয়াতি হয়ে।

3 thoughts on “রাতের জোয়ার ভাটা

  1. রাতের জোয়ার ভাটা বোধকরি এমনটাই হয় প্রিয় কবি জীবন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. নদী খোঁজে মাছ
    পুরুষের কাম-সাঁতার;———অনবদ্য সালাম নিবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।