প্রিয়তমা

iStock_000020751712_Double

যদি আমায় ভুলে যাও তুমি
ভুলো না আমার এ গান
ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
জুড়িয়ো তোমার প্রাণ।।

যদি নিশীথে জাগে মনে
শিয়রে দীপ জ্বেলে বাতায়নে
খুঁজো আমায় তারার মিছিলে
রাত জাগা পাখি হয়তোবা
শোনাবে আমারই গান।।

বিকেলে মিষ্টি রোদে বসে
দৃষ্টি মেলে দিও দূর গগনে
কখনো খুঁজে সন্ধ্যায় সেই
উদাস নদীর তীরে আমারই সুরে
শুনো পাখির গান।।

7 thoughts on “প্রিয়তমা

  1. “যদি আমায় ভুলে যাও তুমি
    ভুলো না আমার এ গান
    ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
    জুড়িয়ো তোমার প্রাণ।।”

    আহা! সত্যি প্রাণ জুড়িয়ে যায় এমন গানে! কিন্তু কি সেই গান? গোপন রাখছেন কেন!

    “যদি নিশীথে জাগে মনে
    শিয়ের দীপ জ্বেলে বাতায়নে”

    এখানে শিয়রে হবে কি না! যাই হোক, গানটা কিন্তু শুনতে চাই দাদা!

  2. আমায় নহে নহেগো প্রিয়, ভালবাস মোর গান —– এই আকুতিই যেন খুঁজে পালাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

  3. শুভেচ্ছা প্রিয় বন্ধু মোঃ খালিদ উমর। শুভ নববর্ষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।