সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমাদের কাজ শুধু পরিবর্তনে অংশ নেয়া অথবা পরিবর্তনটাকে মেনে নেওয়া। তাহলেই জীবন অনেক সহজ !
12 thoughts on “আত্মচিন্তন-৩”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমাদের কাজ শুধু পরিবর্তনে অংশ নেয়া অথবা পরিবর্তনটাকে মেনে নেওয়া। তাহলেই জীবন অনেক সহজ !
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সময়ের সাথে নিজেকে খাঁপ খাইয়ে নেয়া অথবা সময়কেই চ্যালেঞ্জ করা! মুদ্রার এপিঠ-ওপিঠ।
শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল।
শুভ কামনায় শুভ সকাল মামুনুর রশিদ ভাই !


জীবনকে জীবনের মতো সহজ করে ভাবলে জীবন সহজ।
আর এই সহজ করে ভাবতে পারাটাই আসলে অনেক কঠিন কখনো কখনো ! তখন অনেক সহজ বিষয় ও জটিল হয়ে উঠে ।
কাঠিন্য না থাকলে জীবন … জীবন কিসের !! জীবন হচ্ছে লড়াই এবং সমঝোতা।
ঠিক তাই ! তাইতো কবি বলেছেন- “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম” !
পরিবর্তনটা মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। কারণ, সারভাইভ ফর দ্যা ফিটেষ্ট বলে যে কথাটি প্রচলিত আছে – সেখানেও বলা হয়েছে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য। যে এই পরিস্থিতিতে চলতে পারবে না, তার পুরষ্কার হচ্ছে – ডেথ তথা মৃত্যু।
এক মত মনা পাগলা ভাই । তবে সব পরিবর্তনই কি মেনে নিবো নাকি কিছু পরিবর্তিত পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা ও করবো । সব পরিবর্তন মেনে নেওয়া ও কি মানষিক ভাবে মৃত্যুর সমতুল্য নয় ?
সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমাদের কাজ শুধু পরিবর্তনে অংশ নেয়া অথবা পরিবর্তনটাকে মেনে নেওয়া। তাহলেই জীবন অনেক সহজ…
** দার্শনিকীয় অভিব্যক্তি: যুক্তিযুক্ত….
খুবই সাধারন কথা । আসলে মানুষের জীবনটাই একটা দর্শন । তাই জীবন ঘনিষ্ঠ সবকিছুই প্রকৃত অর্থে দার্শনিকীয় !
*শুভ কামনা জানবেন কবি ।
সাধারণ জীবন দর্শন। ভাল লাগল।
ধন্যবাদ কবি !