সাকসেস পয়েন্ট আয়োজিত, শিক্ষা সফর ২০১৯

সাকসেস পয়েন্ট, গোয়ালাবাজার।

সিলেটের, ওসমানীনগর উপজেলার, গোয়ালা বাজারে অবস্থিত” প্রাইভেট কোচিং সেন্টার” সাকসেস পয়েন্ট এর আয়োজন করেছে শিক্ষা সফরের। প্রথম বারের মতো এবারও শিক্ষা সফরের আয়োজন। বিভিন্ন পূর্ব প্রস্তুতির মাধ্যমে ১৩ই মার্চ ২০১৯ রোজ বুধবার শিক্ষা সফরের আয়োজন করা হয়।

কোথায় যাওয়া হবে? তাই নিয়ে শিক্ষার্থীর মাঝে কত কি যে প্রশ্ন জাগে। প্রকৃতির লীলাভূমি দেখার যেন শেষ নেই। অনেক আলোচনার পরে, সবাই মিলে সিদ্ধান্ত নিল, ভ্রমণে নাকি জাফলং যাবে। আর কোথায় যাওয়া হবে? শ্রীপুর পার্ক আর মনিপুরী রাজ বাড়ি।

বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাশে, একটি পর্যটনকেন্দ্র জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য মনোনয়ন প্রাকৃতিক পরিবেশ দেখে মন প্রাণ শীতল হয়ে ওঠে। প্রাকৃতিক বালুকণা, পাথর আর পানির সংমিশ্রণ যেন মন ভুলানো অপূর্ব দৃশ্য।

5 thoughts on “সাকসেস পয়েন্ট আয়োজিত, শিক্ষা সফর ২০১৯

  1. ভালো লাগলো আপনার বা আপনাদের ভ্রমণ বিষয়ক পোস্ট পড়ে। অভিনন্দন রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অভিনন্দন নির্মল দাস মন্টু ভাই। দারুণ সুন্দর একটি জায়গা বেড়িয়ে এলেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  3. বাহ। কী দারুণ নৈস্বর্গীয় একটি পরিবেশ !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. আমি জাফলং গিয়েছিলাম। সুন্দর জায়গা

    ভ্রমন ব্লগে আরো কিছু ছবি দিলে মন্দ হয় না

  5. মার্চ ১৪, ২০১৯ এর পর এই বিভাগে আর কোন পোস্ট আসে নি। বিষয়টা হতাশার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।