প্রণয়লীলা

প্রিয়তমা, তুমি কি ঘুমিয়ে পড়েছো?

রতিক্লান্ত তোমায় খানিকটা ক্ষয়িত দেখালেও,
ম্রিয়মাণ মোটেও নও।
তুমি আনমনে বাঁকা ঠোঁটে
একটুকরো হাসি ধরে রেখেছো পরম নিশ্চিন্তে।

চরম সুখের রেশ হিসেবে -তুমি ঘুমাও প্রিয়তমা,
সব সুখ বুকে নিয়ে ।
আমি শুধু চেয়ে দেখি তোমার প্রিয় মুখ।

5 thoughts on “প্রণয়লীলা

  1. সুন্দর কাব্যভাবনায় লেখা কবিতা।
    কাব্যিকতায় মুগ্ধ হলাম।
    জয়গুরু!

  2. শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ব্লগে আসতে পারিনি। আপনার কবিতাটি পড়লাম মি. ইসিয়াক। আমার শুভেচ্ছা রইলো। শুভ সকাল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।