বুকের মাঝে সুখ অসুখে
তোমার বসবাস।
বিনা কাজে বইলো বেলা,
সাড়ে সর্বনাশ।
ঠোঁটে ঠোঁট চেপে ধরে,
কথা চলে কি?
এই যুগের প্রেম পিরীতি
পুরাটাই ফাঁকি।
এক হাত বাড়াও তুমি,
আরেকটি রাখো খুলে।
সবই আমি বুঝতে পারি,
দেখি দু’চোখ মেলে।
কত আর লুকাবে তুমি,
তোমার ছলনা।
প্রেম তো নয় ,সময় কাটানো,
বুঝিগো ললনা।
আমিও এখন সময় করে,
হাতটা ধরি ঠিকই!
অন্য হাতটা অন্য কারো পানে
ঠিকই বাড়িয়ে রাখি!
ইন্টারেস্টিং লাভ !! সবদিকেই থাকি। ভালো লিখেছেন কবি মি. ইসিয়াক।
ভালো থাকুন সবসময়্
শুভকামনা।
ভালো লাগলো।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাইয়া্
বাস্তব প্রেম।
শুভকামনা আপু