অনুভব


আমি জেনে গেছি,
এই পৃথিবীর অন্ধকারে তোমাকে ছাড়া আলো কতটা দুর্লভ।
আমি বুঝে গেছি,
কেবল তোমাকে ভাবতেই কতটা সহজ হয়ে উঠে অনন্ত জীবনের কামনা।।
.
আমি অনুভব করেছি,
তোমার চোখে চোখ রাখতেই কতটা শুভ্র আলো নেমে আসে পৃথিবীর প্রতিটা সকালে।
কী এক মোলায়েম আদর নেমে আসে আমার যৌবন জুড়ে,
কেবল তোমাকে খুব কাছ থেকে দু’দণ্ড স্পর্শ করতেই।।
.
আমি খুব সহজেই অনুভব করেছি,
তোমার নিশ্চুপ থাকা মানেই সমস্ত পৃথিবীর করুণ মৃত্যু।
তোমার একটু অভিমান মানে,
আমার সমস্ত জীবন ব্যাপী শোকের মিছিল।।
.
আমি খুব নিবিড়ভাবে বুঝেছি তোমায়,
তুমি ঠিক যতক্ষণ আমাকে মেলে ধরো ততক্ষণ আমার ভালো থাকা।
তুমি ঠিক যতক্ষণ আমাকে ভালোবাসো,
ঠিক ততক্ষণই আমার বেঁচে থাকা।।
.
১১/০৮/২০১৯

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

6 thoughts on “অনুভব

  1. কবিতার প্রতিটি খণ্ড হৃদয় ছোঁয়া। ঈদ মোবারক কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ এবং ঈদ মুবারক…….

  2. অসাধারণ এক ভাবনা ছুঁয়ে গেলো কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।