তথ্যবাবা

একদেশে এক দেশ ছিলো। সে দেশের মাননীয় তথ্য মন্ত্রী মহোদয়ের অসম্ভব কাজের চাপ। রাজ্যের সব তথ্য নিয়ে তার কারবার। বিশ্রামের ফুরসত নাই। দুপুরে বিশ্রামের জন্য অফিসেই চোখ মুদেছেন। এক সাংবাদিক দম্পতি উপস্থিত-
: স্যার, আমাদের হত্যাকান্ডের তদন্ত কি কোনো দিন শেষ হবে? -এ তথ্যটা দিন।
: হবে, হবে।
: স্যার, কবে হবে?

মন্ত্রী মহোদয় উত্তর দিবার আগেই রক্তাক্ত অবস্থায় এক সদ্য যুবক উপস্থিত-
:স্যার, আমাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মারার বিচার উচ্চাদালতে কবে শেষ হবে? এই তথ্যটা চাই।

মন্ত্রী উত্তর দিবার আগেই এক কিশোর কাদতে কাদতে হাজির-
: স্যার, আপনার ছাত্র সংগঠনের ছেলারা গুলি করে আমাকে মেরে ফেলেছিলো, তাদের ধরা হয় নাই কেনো? এই তথ্যটা দিতে হবে।

মন্ত্রী উত্তজেতি হয় বললেন-
: আমি জনগনের কাছে তথ্য দিবো, তোমরা কে যে তোমাদের বলতে হবে?

মন্ত্রী মহোদয়ের রুমে গত ছয় বছরে নিহত হওয়া মানুষেরা, দলীয় কোন্দলে নিহত হওয়া কর্মীরা, তাজরিনের পোড়া শ্রমিকেরা, পেট্রোল বোমায় ঝলসানো মানুষেরা, রানা প্লাজায় চাপা পড়া সেলাই শ্রমিকের দল, শেয়ার বাজারে নিঃস্ব হয়ে বেচে থেকে মরে যাওয়া মানুষেরা হাজির হয়ে হাজার হাজার কণ্ঠে শ্লোগান দিতে লাগলো – ‘আমরাই জনগণ আমাদের তথ্য দিতে হবে… আমরাই জনগণ আমাদের তথ্য চাই…. আমরাই জনগণ আমাদের তথ্য দিন….’ জাদরেল মন্ত্রী রেগে ধমকে ওঠার পরিবর্তে ভয়ে কান্না করতে শুরু করলেন। হাপুশ কান্নায় তার গাল, নাক, সাদা পাঞ্জাবী পায়জামা সব ভিজে একাকার।

হঠাত মোবাইল ফোনটা বেজে উঠতেই মাননীয় মন্ত্রী মহোদয়ের তন্দ্রা ছুটে যায়। চোখ মেলে অনুভব করেন এসির ঠান্ডাতেও ঘামে ভিজে জবজব করছেন। সবথেকে ভয়াবহ ব্যাপার হলো দুঃস্বপ্নটা দেখে আজও তিনি পায়জামা ভিজিয়ে ফেলেছেন। ভেজা পায়জামার গন্ধে বাতাস ভারী হয়ে আছে।

মন্ত্রী মহোদয় পায়জামা শুকাবার জন্য অপেক্ষা করতে করতে ভাবছেন ইদানিং পায়জামা খুব ঘনঘন ভিজছে- এই ভেজার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এই তথ্য তিনি কার কাছে চাইবেন!!

22 thoughts on “তথ্যবাবা

  1. হাহাহা… ওহ এতো দুঃখের ভেতরও হেসে ফেলি!

    এমন দুঃস্বপ্ন যদি বাস্তব হতো কোনদিন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  2. তথ্যবাবার তথ্যের ঝুলি শেষ, আর কত তথ্য দেয়া যায়? মানুষে এত তথ্য চায় কেন?

  3. একটা বিষয়, মন্ত্রী মহোদয় এর পায়জামা ভিজল কিভাবে? এই তথ্য এখন আমরা কার কাছে পাই?

    1. সরকারের মন্ত্রীপালের বদল হয়েছে অত্এব তথ্য বাবার কাজও কমে গেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  4. মন্ত্রী মহোদয় পায়জামা শুকাবার জন্য অপেক্ষা করতে করতে ভাবছেন ইদানিং পায়জামা খুব ঘনঘন ভিজছে- এই ভেজার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এই তথ্য তিনি কার কাছে চাইবেন!!

    জাদরেল তথ্যমন্ত্রী নিজের তথ্য খুঁজছেন! বিষয়টি খুবই ভাববার বিষয়! আসলে দেশে তো এমনই হচ্ছে ।        

    1. দেশে এমন দৃশ্য কোন সরকারের আমলে দেখা যায়নি সেটাই বিষ্ময়।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।