মরুভূমির জলদস্যু এর সকল পোস্ট

Dost T Fuler Chobi_3_ (16) - Copy

১০টি ফুলের ছবি – ৩

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে….

১। ফুলের নাম : বড়নখা

অন্যান্য নাম : ছোটপানা
ইংরেজি ও কমন নাম : Arrow Leaf Pondweed, arrow-leaf monochoria, hastate-leaf pondweed, monochoria
বৈজ্ঞানিক নাম : Monochoria hastata
ছবি : নিজ
ছবি তোলার স্থান : আমার বারান্দায়, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৪/০৫/২০১৭ ইং
পড়তে থাকুন ১০টি ফুলের ছবি – ৩

ASOK - (2)

অশোক সমগ্র

বাংলাদেশে ৩ ধরনের অশোক ফুল আছে।

সাধারন “অশোক” ফুল হয় লালচে কমলা রঙ্গের থোকায়।

“হলুদ অশোক” বা “স্বর্ণ অশোক” এর রং হলুদ আর সাধারান অশকের চেয়ে কিছুটা ছড়ানো।

“রাজ অশোক” বা “উর্বশী” ফুলের রং লাল, ঝালরের মত ঝুলে থাকে।

এই ৩টি অশোক ফুলই দেখার এবং ছবি তোলার সৌভাগ্য আমার হয়েছে।

মজার বিষয় হচ্ছে এই তিনটি ফুল ছাড়াও আরেকটি গাছ আছে যাকে অশোক গাছ বলা হয়। আপনারা সবাই তাকে চিনেন। তার নাম “দেবদারু”। দেবদারু গাছের আরেক নাম “False ashoka tree” or “Ashoka tree”।

ফুলের নাম : অশোক

সংস্কৃত : ashoka, Sita-ashoka, anganapriya, ashopalava, ashoka, asupala, apashaka, hemapushpa, kankeli, madhupushpa, pindapushpa, pindipushpa, vanjula, vishoka and vichitra
ইংরেজি ও কমন নাম : Ashoka, Sorrowless
বৈজ্ঞানিক নাম : Saraca indica
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং

ফুলের নাম : হলুদ অশোক

অন্যান্য নাম : স্বর্ণ অশোক
ইংরেজি ও কমন নাম : Yellow Ashoka and Yellow Saraca
বৈজ্ঞানিক নাম : Saraca thaipingensis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ ইং

ফুলের নাম : রাজ অশোক

অন্যান্য নাম : উর্বশী
ইংরেজি ও কমন নাম : Pride of Burma, Orchid tree, Tree of heaven
বৈজ্ঞানিক নাম : Amherstia nobilis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

গাছের নাম : দেবদারু

ইংরেজি ও কমন নাম : False ashoka tree, Ashoka tree
বৈজ্ঞানিক নাম : Polyalthia longifolia
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং

2 - T Hossain House (11)

ঝটিকা সফরে নারায়ণগঞ্জ – T Hossain House

গত বছর ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে গিয়েছিলাম নারায়ণগঞ্জ সফরে। সদস্য আমরা এক পরিবারের চারজন। উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জের কিছু প্রাচীন ও দর্শনীয় স্থান ঘুরে দেখা। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে যাই বাড়ি থেকে। বাড্ডা থেকে আসমানী পরিবহনের বাসে ১ ঘন্টায় চলে আসি মদনপুর চৌরাস্তায়। রাস্তা পার হয়ে সকালের নাস্তা করে নিয়ে একটা সি.এন.জি অটোরিক্সা রিজার্ভ করি ৩০০ টাকায় গোটা আটেক স্থানে যাবো বলে।

প্রথম লক্ষ্য ছিল বন্দর মসজিদ বলে একটি পুরনো ৩ গম্বুজ মজিদ দেখার। কিন্তু সেটি খুঁজে বের করতে না পেরে চলে যাই কাছাকাছি থাকা ১নং ঢাকেশ্বরী দেব মন্দিরে। মন্দিরটি দেখে আমরা চলে আসি নারায়ণগঞ্জের নবীগঞ্জে অবস্থিত T Hossain House এর সামনে। বাড়িটি সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। Save the Heritages of Bangladesh এর এ্যাডমিন Sazzadur Rasheed স্যার প্রথম আমাকে এই বাড়িটির কথা জানিয়েছিলেন কিছুদিন আগে। স্যার যতদূর জানিয়েছেন T Hossain সাহেব নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার ছিলেন।

এখানে তারই কিছু ছবি রইলো।


আমার বড় কন্যা সাইয়ারা সোহেন


বড় কন্যা সাইয়ারা সোহেন ও ছোট কন্যা নুয়াইরা সোহেন

জিপিএস কোঅর্ডিনেশন : 23°37’54.0″N 90°31’32.9″E

পথের হদিস : ঢাকা থেকে বাসে মদনপুর, মদনপুর থেকে শেয়ার সিএনজি বা ইজি বাইকে নবীগঞ্জে অবস্থিত T Hossain House এর সামনে। তাছাড়া বাস বা ট্রেনে নারায়ণগঞ্জ গিয়ে নৌকায় নদী পার হয়ে রিকসা নিয়ে চলে আসা যায় এখানে।

ঘোষণা : নারায়ণগঞ্জ ভ্রমণের এই সিরিজটি কয়েকটি পর্বে দেখানো হবে। প্রতিটি পর্বে এক একটি প্রাচীন স্থাপত্য বা দর্শনীয় স্থানের ছবি দেখাবো। সিরিজটি আরো বেশ কয়েকদিন আগে থেকে শুরু করা হয়েছে বিদায় এখানে পুরনো পর্বগুলি (যা অন্য স্থানে প্রকাশিত হয়েছে পূর্বেই) থেকেই শুরু করা হয়েছে। অনেকেই হয়তো এই পর্বগুলি আগে দেখে থাকবেন। বিরক্তির কারণ হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

বি.দ্র. : এই লেখাটি ফেইসবুকে দেখে জনাব T Hossain এর নাতী আমার সাথে যোগাযোগ করেন এবং বেশ কিছু তথ্য দেন বাড়িটি সম্পর্কে।

Dost T Fuler Chobi_2_ (1)

১০টি ফুলের ছবি – ২

বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : গোলাপ

ইংরেজি ও কমন নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa rubiginosa
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : এলডিইজি ডাকবাংলো, সিলেট।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং
পড়তে থাকুন ১০টি ফুলের ছবি – ২

ঝটিকা সফরে নারায়ণগঞ্জ – ১নং ঢাকেশ্বরী দেব মন্দির

গত বছর ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে গিয়ে ছিলাম নারায়ণগঞ্জ সফরে। সদস্য আমরা এক পরিবারের চারজন। উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জের কিছু প্রাচীন ও দর্শনিয় স্থান ঘুরে দেখা। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে যাই বাড়ি থেকে। বাড্ডা থেকে আসমানী পরিবহনের বাসে ১ ঘন্টায় চলে আসি মদনপুর চৌরাস্তায়। রাস্তা পার হয়ে সকালের নাস্তা করে নিয়ে একটা সি.এন.জি অটোরিক্সা রিজার্ভ করি ৩০০ টাকায় গোটা আটেক স্থানে যাবো বলে। প্রথম লখ্য ছিল বন্দর মসজিদ বলে একটি পুরনো ৩ গম্বুজ মজিদ দেখার। কিন্তু সেটি খুঁজে বের করতে না পেরে চলে যাই কাছাকাছি থাকা ১নং ঢাকেশ্বরী দেব মন্দিরে। মন্দিরটি সম্পর্কে কোন তথ্যই আমার জানা নেই। ঢাকেশ্বরী মিলের সাথে জড়িত লোকজন এটি স্থাপন করেছেন এইটুকুই শুধু জানি। এখানে তারই কিছু ছবি রইলো।


বাইরে থেকে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির।


বাইরে থেকে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির।


বাইরে থেকে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির।


১নং ঢাকেশ্বরী দেব মন্দিরের সামনে আমার দুই কন্যা।


সেলফি


আমার বড় কন্যা “সাইয়ারা সোহেন” ও ছোট কন্যা “নুয়াইরা সোহেন”।


ফলক


গুগল ম্যাপে

জিপিএস কোঅর্ডিনেশন : 23°39’39.1″N 90°31’40.5″E

পথের হদিস : ঢাকা থেকে বাসে মদনপুর চৌরাস্তায়, মদনপুর চৌরাস্তা থেকে শেয়ার সিএনজি বা ইজি বাইকে ঢাকেশ্বরী মন্দির।

১নং ঢাকেশ্বরী মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল “T Hossain House” নামের একটি পুরনো কিন্তু ঝকঝকে বাড়ি। তাই ঝটিকা সফরে নারায়ণগঞ্জ আগামী পর্বে দেখা হবে “T Hossain House”-এর সামনে।

বি.দ্র. : বেরাতে গেলে অনেকেই স্থাপনায় বা গাছের গায়ে নিজের নাম, তারিখ ইত্যাদি লিখে রাখেন। এটা কিন্তু খবই খারাপ একটা অভ্যাস। এই অভ্যাস থেকে আমরা দূরে থাকবো।

ঘোষণা : নারায়ণগঞ্জ ভ্রমণের এই সিরিজটি কয়েকটি পর্বে দেখানো হবে। প্রতিটি পর্বে এক একটি প্রাচীন স্থাপত্য বা দর্শনীয় স্থানের ছবি দেখাবো। সিরিজটি আরো বেশ কয়েকদিন আগে থেকে শুরু করা হয়েছে বিদায় এখানে পুরনো পর্বগুলি (যা অন্য স্থানে প্রকাশিত হয়েছে পূর্বেই) থেকেই শুরু করা হয়েছে। অনেকেই হয়তো এই পর্বগুলি আগে দেখে থাকবেন। বিরক্তির কারণ হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

১০টি ফুলের ছবি – ১

বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। লজ্জাবতী

অন্যান্য নাম : লাজুকলতা, হিন্দি- লাজবতী, সংস্কৃত- সমঙ্গা।
ইংরেজি ও কমন নাম : Bashful, Shrinking, Sensitive plant, Sleepy plant, Dormilones, Touch-me-not, Shy plant ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Mimosa pudica
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি।
ছবি তোলার তারিখ : ০৪/১২/২০১৬ইং
পড়তে থাকুন ১০টি ফুলের ছবি – ১