দৈত্য
যেই দেশে সর্বদা প্রবাহিত শৈত্য
সেই দেশে শুনেছি বাসকরে দৈত্য।
শোনা কথা দৈত্যের চুল নাই
এই কথাটায় কোন ভুল নাই ?
দৈত্যরা দিনে থাকে গর্তে
রাত হলে বেড় হয় শর্তে !
সুর্যের আলো ভালোবাসেনা
দিবালোকে তাই তারা আসেনা।
দৈত্যরা কাজ করে রাত্রে
দিনভর দেয় ঘুম পাত্রে।
দৈত্যরা খুব বেশি খায়না
নুডুল আর পাস্তা খেতে যায়, চায়না।
একদিন ভুল করে খায় ব্যাঙ স্যুপ
সেই থেকে দৈত্যরা আজো আছে চুপ।
দৈত্যের শুনেছি ভরা চেলা চামচায়
তাই বেশি ঘাটিনা যদি ধরে খামচায় ?