হে বসন্ত হও অনন্ত !

হে বসন্ত হও অনন্ত
সূর্যের ডানায় উড়ে বেড়াও আদিগন্ত পথ
দীপালির গ্রীবায়- কাঁচা দুষ্টুমিতে
ছুঁইয়ে দাও তোমার প্রাণবন্ত পেখম
অনুপম লজ্জারা পালিয়ে যাক আমার প্রিয়তমার ওষ্ঠ থেকে…

তেপান্তরের মাঠ ছুঁইয়ে আয়ুষ্মান করে দাও
বিস্তীর্ণ শস্য ক্ষেত। গুন গুন গুঞ্জরনে উঠে আসুক মৌমাছিরা
প্রাণান্ত উল্লাসে ছুটে আসুক কৃষাণীর দল, হোক পাগল পারা
হে বসন্ত! হও অনন্ত
নৃত্যরত প্রজাপতিরা আয়ুষ্মান হোক, হোক চিরন্ত
উদ্বেলিত কোকিলের কণ্ঠে বাজুক প্রাগৈতিহাসিক সুর;
জীবন্ত কোন গান
আমার প্রিয়তমার চোখে জল আসুক প্রেমময় মধুর।

ওগো বসন্ত! হও চিরন্ত।
হও উচ্ছল
শিকার মগ্ন মাছরাঙ্গার ঠোঁটে… যৌবন প্রাপ্ত;
চকিত চঞ্চল হও
ঝলমলে উজ্জ্বল দীঘির জলে টলমলে পদ্মফুলে,
নীল আরশিতে ভেসে থাকা মেঘের মখমলে।
হও উতলা
আমার প্রিয়তমার ঘন কালো কোঁকড়ানো চুলে, আঁচলে।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “হে বসন্ত হও অনন্ত !

  1. হে বসন্ত! হও অনন্ত
    নৃত্যরত প্রজাপতিরা আয়ুষ্মান হোক, হোক চিরন্ত
    উদ্বেলিত কোকিলের কণ্ঠে বাজুক প্রাগৈতিহাসিক সুর;
    জীবন্ত কোন গান
    আমার প্রিয়তমার চোখে জল আসুক প্রেমময় মধুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বসন্তী অনেক শুভেচ্ছা নিবেন কবি দা

  3. চমকপ্রদ কাব্য শৈলী 

    শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।