স্বপ্নের খেয়া


দিগন্তে মেলে ডানা হারিয়ে যেতে নেই মানা।।

নীল সাগর তিরে
এই মায়াবী রাতের আঁধার
চুপি চুপি আমায় ডেকে যায়।।

এই ঘুম ঘুম নিশি রাতে
উদাসী বালুকা বেলায়
ঝিরি ঝিরি হাওয়া
গুন গুন গান গেয়ে
যেন হৃদয়ে দোলা দিয়ে যায়।।

ওই দূর দিগন্ত পাড়ে
মিলন বাসর সাজানো
তারার মিটি মিটি
ঢেউ এর কানা কানি
যেন স্বপ্নের দেশে নিয়ে যায়।।

www.youtube.com/watch?v=crZtvYj0Wxw&feature=youtu.be

সুর ও কণ্ঠঃ শতদল হালদার, দিগরাজ, বাগেরহাট।
________________________________

10 thoughts on “স্বপ্নের খেয়া

  1. স্বপ্নর খেয়ায় আজ অসাধারণ আয়োজন। শতদল বাবু'র কণ্ঠস্বর বহুদিন পর শুনলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. দিগন্তে মেলে ডানা হারিয়ে যেতে নেই মানা। প্রচ্ছদ খানা বেশ হয়েছে খালিদ দা। :)

  3. স্বপ্নের খেয়াতরী। গান শুনলাম খালিদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।