ফুল ফুটেছে নিঝুম বনে
জোছনা জাগা রাত্রি।
তুমি আমি এই প্রহরে
একলা পাত্র পাত্রী।
নদীর জলে ঢেউগুলো সব
আঁকছে আঁকি বুকি।
এসো দুজন এই আহ্লাদে,
জোছনা নিয়ে মাখি।
জল কিনারে কাশফুলেরা,
খেলছে মজার খেলা।
গুল্ম লতা জড়িয়ে তারে,
দুলছে দোদ্যুল দোলা।
জোনাক পোকা দুষ্টু ভারি,
জ্বলছে আর নিভছে।
দুর নীলিমার নীলগুলো সব
ঝাপসা ছবি আঁকছে।
বাতাস এসে কানে কানে
আমায় যেন বলল।
জুটি তোমার মানিয়েছে বেশ
নয়কো কারো তুল্য।
অনবদ্য!! খুবই ভালো । শুছেচ্ছা প্রিয় কবি!!
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
জল কিনারে কাশফুলেরা,
খেলছে মজার খেলা।
গুল্ম লতা জড়িয়ে তারে,
দুলছে দোদ্যুল দোলা।
চমৎকার কাব্য।
ভালো থাকুন সবসময় এই কামনা রইলো ।
ধন্যবাদ