শ্রীরাধিকার মন


শ্যামের বাঁশির দোদুল দোলা ,
শ্রীরাধিকার মনে।
প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।

কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা
রাইকিশোরীর দুনয়ন ।
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,
অস্থির চঞ্চলমন।

হায় রাধিকা কি হেতু তুমি,
এতোটা অভিমানী।
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,
রইবে তোমার ই জানি।

অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।

সাধনার ধন শ্যাম প্রিয়জন,
হৃদয় মানিক্য তোমার।
তাহাতে বিলীন তব মনপ্রাণ
তাহাতেই একাকার।

4 thoughts on “শ্রীরাধিকার মন

  1. অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
    শত অভাব জ্বালা ।
    মদিরা মাতাল তব জীবন মন,
    যেন কণ্টক মালা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।