কাফনে মোড়া লাশের মিছিল
চলছে এগিয়ে,
অস্পষ্ট এই রাতের আঁধারে।
যেন দেবদূতেরা সব
এসেছে নেমে
মিথ্যায় ভরা এ শহরে …
.
এ এক অচেনা রাত
এক অপার্থিব বর্ষা ঝরা রাত,
যে রাতের পরে রাত নামে
আসেনা আর প্রভাত !
.
যে রাতে ফুল হাসে না
দু’চোখ জাগে একাকী নির্ঘুম,
যে রাতে স্মৃতিরা আসে নূপুর পায়ে,
কানে বাজে অবেলায়
শুধুই, রুমঝুম রুমঝুম …
5 thoughts on “এক অচেনা রাতের গল্প”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ প্রকাশ । ভালো লাগলো।
ধন্যবাদ কবি।
চমৎকার এক ভাবনাপূর্ণ কবি দা
ভাল কবিতা।
অনবদ্য প্রকাশ। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।