তোমার প্রেমে পড়বার আগে,
সুন্দর চোখ, সুদর্শন মুখের রমণীদের খুটে খুটে দেখতাম।
আর ভিতরে ভিতরে খুব আফসোস করতাম,
ভিতরে ভিতরে কামনা জেগে উঠতো যেন সে আমার হয়।।
.
অথচ তোমার প্রেমে পড়বার পর,
সেই চিরাচরিত অভ্যেসটা কি আমূল বদলে গেলো।
কাউকে দেখে আফসোস করা, মনে মনে কামনা করা,
এসব কিছু বদলে গেছে তোমাকে পাবার আজন্ম প্রার্থনায়।।
.
এখন আমার কাছে তোমার চোখই পৃথিবীর সুন্দরতম চোখ,
সব ছাপিয়ে কেবল তোমার ছবিই ভেসে উঠে বুকের ভিতর।
প্রতিক্ষণ শুধু তোমাকেই দেখি পরম যত্নে হৃদয়ের দেয়াল জুড়ে,
আর তুমি দেখা দাও পৃথিবীর অপার আশ্চর্য সুন্দর হয়ে।।
.
তোমার প্রেমে পড়বার পর,
কেবলই মনে হয়ে পৃথিবীর পথে আর কোন রমণী নেই।
কোন সুন্দর চোখ নেই, সুদর্শন কোন মুখচ্ছবি নেই,
কেবল তুমি আছো; পৃথিবীর সমস্ত সৌন্দর্যের পসরা সাজিয়ে।।
.
২৫/০৭/২০১৯
10 thoughts on “তোমার প্রেমে পড়বার পর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহঃ অনবদ্য। চমৎকার প্রেমের কবিতা
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়………..
অসাধারণ!
ধন্যবাদ……..
সুনিপুন প্রকাশ।
অসংখ্য ধন্যবাদ………
কয়েকদিনের মধ্যে আপনার বেশ কিছু কবিতা পড়ার সুযোগ হলো। শুভেচ্ছা কবি।
ধন্যবাদ, পাশে থাকুন আরও অনেক কবিতা পাবেন ইংশা-আল্লাহ………
সত্যই প্রেমে পরতে সুন্দর হতে হয় রোমান্টিক হতে হয়—- কবি দা
ঠিক বলেছেন………..