ট্যাগ আর্কাইভঃ মা নিয়ে কবিতা

চির দুখিনী মা

জয় বাংলার হলো,
বলো বাংলার জয়।
বাঁধ ভাঙা আনন্দে,
জনতা স্লোগান দেয়।

সবার ই কেউ না কেউ ফিরলো
মায়ের ফিরলো না যে কেউ!
বিজয়ের আনন্দে বুকের মাঝে ,
কষ্ট ব্যথার ঢেউ।

যুদ্ধে গেছে তার প্রাণপ্রিয় ছেলে,
মেয়ে এখন বীরাঙ্গনা।
প্রতি পল যেন তাঁর জীবনে,
হাহাকার ভরা বেদনা।

স্বামী ছিলো বুদ্ধিজীবী,
তুলে নিয়ে গেলো আল বদরে ।
লাশটুকু ও পাইনি দেখতে,
প্রাণ কাঁদে হাহাকারে।

যুদ্ধ শেষে আশা ছিলো,
ফিরবে খোকা কোলে।
ডাকবে আবার আগের মতো,
মা, মাগো বলে।

সবার ই তো সবাই ফিরলো,
মায়ের ফিরলো না যে কেউ!
কি করে কাটাবো বাকী জীবন,
কষ্ট ব্যথার ঢেউ!!