চুপ পাথর
রোজই আমি বাড়ির কাজের ফাঁকে ফাঁকে
মোবাইলে ট্যাপ করে ফেসবুক ঘুরতে আসি।
রোজই দেখি কতগুলো ঈশ্বরের সন্তান পদ্য
লিখেছে, আমি পৃথিবী ঘুরে চাদরে আদর
করে ধোপানি হয়েছি, তখনি বুঝি এখানে
ধোপাদের পাড়ায় বেড়াতে আসি, এত কষ্ট
করার পর হয় রেগে উঠি নয় চুপ পাথর হই।
ধোপা, ধোপানীরা রা কাড়ে না শুধু হুহু কাঁদে।