জাহাঙ্গীর আলম অপূর্ব এর সকল পোস্ট

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

কবি কাব্য

কৃত্তিকা ছন্দ ৩+৩ শব্দ
৪ শব্দ

আছে কবি যত – গান লেখে শত
নদী গিরি রূপে শোভা,
নর নারী দেখে -নানা রঙ মেখে
নভে জ্বলে খুব নোভা।

নদী বয়ে চলে -জল কল কলে
পাখি গায় কত গান,
ফুল ফুটে আছে – নানা গাছে গাছে
দেখে ভরে গেছে প্রাণ।

দেখে ভালো ছবি – গান লেখে কবি
লাগে খুব মোর ভালো,
ধরা নব সাজে – রাতে শুধু বাজে
ঢোল ঢাকে শব্দ আলো।

নানা খেলা করে – পথ খানি ধরে
যাবে চলে ভাই বাড়ি,
মন ছুয়ে যাই – নানা ফুল তাই
কেনে নব নব গাড়ি।

দেখে শেখা তবে – এই না ভবে
মনে হয়ে যাই নদী,
তারে যদি পাই -আর কিছু নাই
ধনী হবো আমি যদি।

রচনাকালঃ
২৪/০৭/২০২১

অহংকার

অহংকার ওই পতনের মূল
বিজ্ঞ জনে কয়,
অহংকারীর সঙ্গীসাথী
কখনো কেউ নয়।

অহংকারের চূড়ায় উঠে
দেখায় কত বল
পরকালে পাবে তুমি
কৃতকর্মের ফল।

প্রাচুর্যের ভাই মধ্যে থাকে
যতোই করো ছল,
মৃত্যুর দূতের কাছের তোমার
হবে সবি জল।

কর্ম যেমন ফল তেমনি
শাস্ত্র বলে তাই,
ইতিহাস ভাই সাক্ষী আছে
রেহাই তো পায় নাই।

সবি ভুলে একত্র হয়ে
গায় মানবের গান,
সকল অহং চুর্ণ হোক ভাই
জুড়ক মন আর প্রাণ।

রচনাকালঃ
১৮/০৭/২০২১
৪+৪/৪+১ স্বরবৃত্ত

সোনালী রবি

পুবাকাশে প্রভাতকালে
উঠলো সোনা রবি
চারিদিকে আলো ছাড়ায়
কি অপরুপ ছবি।

পাখির ডাকে হলুদ আভা
ভীষণ লাগে ভালো,
একদিন রবি না উঠিলে
ধরা হবে কালো।

রবির আলো ঝিকিমিকি
জলের উপর পড়ে,
তাই না দেখে মাছরাঙা ভাই
প্রচুর মাছ ওই ধরে।

ঘাসের বুকে শিশির কণা
প্রভাতকালের আলো,
কবির লেখা কাব্য খানি
ভীষণ লাগে ভালো।

রচনাকালঃ
১৬/০৭/২০২১
৪+৪/৪+২

সত্যের পথে

মিথ্যা ছাড়ো সত্য ধরো
নইলে মিথ্যায় পুড়ে মরো
আখের হবে ভার,
সত্যের পথটি ধরে রাখো
জনম জনম সুখে থাকো
তবেই হবে পার।

সত্যের পথে শান্তি মিলে
মিথ্যার পথে ভয়’যে দিলে
মনটা কাঁপে আজ,
ধরার বুকে সত্য হলো
মিথ্যার চেয়ে ভীষণ ভালো
নেই বলতে আর লাজ।

ধরার যত সাধু লোকে
সত্যের পথে তারা থাকে
করে না তো ভুল,
ধরার বুকে পাপী যারা
ভীষণ মিথ্যা বলেন তারা
নয়তো সাদা ফুল।

সত্যের পথে চলে ভাই সব
মিথ্যা নিয়ে নেই কলরব
চলে সত্যে পথ,
জীবন মুখে খাড়া থাকা
মিথ্যায় ভীষণ কালিমাখা
চলবে না প্রাণ রথ।

রচনাকালঃ
১৬/০৭/২০২১
৪+৪/৪+৪/৪+১

শুধুই প্রিয়ার জন্য

Rafiqvai-1596799312-de82c8f_xlargeহৃদয় কোণে আমার আশা
শুধু প্রিয়ার জন্য
প্রিয়াকে যে কাছে পেলে
জীবন হবে ধন্য।

হৃদয় কোণে প্রিয়ার জন্য
গভীর ভালো’বাসা,
জীবন আমার পূর্ণ হবে
মিটলে মনের আশা।

তোমার কথা প্রিয়া আমার
খুবই পড়ে মনে,
সাঁঝ প্রভাতে সন্ধ্যা রাতে
ভাবি ক্ষণে ক্ষণে।

হৃদয় জুড়ে প্রেম বিরহের
জ্বলছে সদা আগুন,
কেন সেকালে আসবে আমার
হৃদয় কোণে ফাগুন।

আমার অবুঝ মনটা ভীষণ
তোমাকে চাই প্রিয়া,
তুমি ছাড়া কাঁদে আমার
এই না অবুঝ হিয়া।

রচনাকালঃ
১৫/০৭/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত

পরচর্চা

নিন্দা করা নিন্দুকের কাজ
এমন করেই চলে ধরা,
নিন্দুকের ওই নিন্দার ফলে
শুদ্ধ হয় ভাই জীবন তরা।

খুটিনাটি ভুল করলে ভাই
নিন্দুকের ওই চোখে পড়ে,
শুদ্ধিকরণ পুরো জীবন
থাকবে জনম জনম ভরে।

বিনা মূল্যে ময়লা ধুয়ে
নিন্দুক করে পবিত্র ভাই
তাহার মতো আপন স্বজন
পৃথিবীতে কারো তো নাই।

নিন্দা করবে নিন্দুক ভাই
এটাই রীতি জগৎ মাঝে,
তোমার আমার নিন্দা করা
তাই বলো কি কভু সাজে।

নিন্দুক হলো ধরার বুকে
সবার খুবই ভালো মিত্র,
করলে ভুল ভাই সাথে সাথে
তুলে ধরে কাজের চিত্র।

রচনাকালঃ
১৫/০৭/২০২১
৪+৪/৪+৪

সাম্য

ভেদাভেদ যে চাই না আমরা
জীবনে চাই সুখ
মিলেমিশে থাকলে পারে
আসবে নাকো দুখ।

জাত্যভিমান যুদ্ধের কারণ
পেটে নাইরে ভাত,
এমন করে যায় না তবু
কোনো দিবস রাত।

মুচি কামার কুমার জেলে
সবাই মানুষ ভাই,
তাদের মতোন দেবতুল্য
ধরার বুকে নাই।

মানুষ মানুষ নেইকো তফাৎ
কিসের দ্বন্দ্ব আজ,
বসে বসে জাতের আলাপ
নেইকো কোনো কাজ।

ধর্মের বিশ্বাস সবার সমান
ফারাক নেই তো আর,
সকলের ওই সৃষ্টিকর্তা
সকল সৃষ্টি তার।

রচনাকালঃ
১৪/০৭/২০২১
৪+৪/৪+১

মৃদুস্বরে হাসি

ছেলেবেলায় শুনেছি যে
কত হাসির কথা
সেই হাসির কি কথা বলা
যাবে যথা’তথা।

মৃদু হাসি আছে মুখে
হাসি কত প্রকার
জনে জনে আমি বলি
আছে হাসির আকার।

কারো মুখে অট্টহাসি
কারো মুখে মৃদু
কোন হাসিতে বলো আছে
দৃষ্টিকারা জাদু।

তেমন হাসি মুখ ওই আমি
কিনতে চাই যে তবু
এমন হাসি মুখ’কি ধরায়
পাওয়া যাবে কভু।

মৃদু হাসি মুখে আছে
তারে লাগে ভালো,
হোক না ধরার বুকে তিনি
খুউব খুউব কালো।

রচনাকালঃ
০৮/০৭/২০২১
৪+৪/৪+২

বাংলার নারী

বাংলার নারী পড়ে শাড়ি
নানা রকম সাজে,
জি সিরিয়াল দেখে তারা
মন বসে না কাজে।

অলস সময় করে পারি
সদা করে গল্প,
যদি কেউ ভাই যেতে রে চাই
বসো একটু অল্প।

ভালো কাজে মন বসে না
দারুণ বিমুখ তারা,
পরচর্চা করে নারী
কাটে দিন যে সারা।

ইচ্ছে মতোন ঘুরাঘুরি
জি সিরিয়াল দেখে,
মনের ভিতর অনেক কথা
সবকে বলতে থাকে।

আগের মতোন নারীর মন ভাই
কাজের দিকে ওই নাই,
হেলায় হেলায় সময় কাটে
শুধু শুধু ও ভাই।

রচনাকালঃ
০৪/০৭/২০২১
৪+৪/৪+২

দূষিত পৃথিবী

এমন দূষিত ধরা আমি চাইনি তো কভু
চেয়েছিলাম রে ভ্রাতা দূষণহীন ভূ তবু।
যেখানে আছে আমার খোলামেলা বিচরণ
সতত সবাই কাটে সারাবেলা ভাই বন।

বিচার বিহীন সবে দূষণ করে যে ধরা
তারে তরে পৃথিবীতে শুধু শুধু হয় খরা।
মানুষের হয় শুধু নানা ধরনের রোগ
মাটি,পানি দূষণ যে নানা রোগে ভাই ভোগ।

পরিবেশের সাথে যে মানুষের নাই যোগ
গাছগাছালি কাটিয়ে সবে সয় দুর্ভোগ।
নাই ভ্রাতা তত ভালো আগের মতোই ধরা
দূষণে দূষণে ভ্রাতা এই পৃথিবীটা ভরা।

নাই কোথায় রে ভ্রাতা একটু ভালো যে কিছু
যদি থাকে তা আনার সবে ছুটে পিছু পিছু।
আগে মতো পৃথিবীতে ডাকে না তো কভু পাখি
একটু পাখির ডাক শোনা তরে চেয়ে থাকি।

পরিবেশ দূষিত রে সব কিছু বদ ফল
পানি দূষণের হেতু যেখানে সেখানে মল।
এমন হওয়ায় যে সকল জিনিস আনা
নাই কেউ ভ্রাতা ভালো এ বিষয়ে শুধু জানা।

রচনাকালঃ
০৭/০৭/২০২১
৮+৮ অক্ষর বৃত্ত

আমাদের কথা

মোদের কথা বলবো কি আর
কষ্ট প্রাণে আজ
মানুষ হয়ে মানুষ মারে
এ কেমন ভাই কাজ।

ভাবি আমি তাদের কথা
অন্তরে নেই ভয়,
নরহত্যা করে তারা
ভয় করেছে জয়।

পাখির প্রতি মানুষের ওই
যত মায়া ভাই
নরের জন্য নরের রে ভাই
তত মায়া নাই।

নরহত্যা জঘন্য কাজ
সবাই জানে ভাই,
মারার বেলায় তাদের কথা
মনে জাগে নাই।

আছে তাদের পরিবার ভাই
কষ্ট কাটে দিন,
যারে তুমি হত্যা করলে
কি ছিলো তার ঋণ।

রচনাকালঃ
০৬/০৭/২০২১
৪+৪/৪+১

কাঠবিড়ালি

খোকার সাথে কাঠবিড়ালি
করে ভালো খেলা,
খোকা জানে বিকেল বেলা
কাঠবিড়ালির মেলা।

ইচ্ছে খুশি ছুটে চলা
সবার সাথে দলে,
কাঠবিড়ালি খোকার সাথে
শুধু যায়’রে চলে।

কাঠবিড়ালি কোমল দেহ
হাতে হাতে দিয়ে,
খাইতে নাইতে নিত্য চলে
কাঠবিড়ালি নিয়ে।

খোকার সাথে কাঠবিড়ালির
ভালো বোঝা পড়া,
কাঠবিড়ালি জানে সেটা
কাছে গেলে ধরা।

কাঠবিড়ালি সাথে খোকা
সদা খেলা করে
যেতে চাইলে কোনো স্থানে
শুধু পিছু ধরে।

রচনাকাল
৩০/০৬/২০২১
৪+৪/৪+২

দেশের জন্য

আসুক যতোই ঘাত প্রতিঘাত
আসুক যতোই ঝড়
দেশের জন্য লড়বো মোরা
করবো নাকো ডর।

আপন দেশে পরের শাসন
মানবো না’রে ভাই
আপন দেশে আপন শাসন
করতে মোরা চাই।

আপন দেশে পরের বিধান
মানতে কষ্ট হয়
পর তাড়াতে লড়তে হবে
যোগ্য নেতা কয়।

দেশকে মুক্ত করতে হবে
দেশই হলো মা
তার গর্ভে যে জন্ম মোদের
মোরা যে তার ছা।

মনে আছে ভাই যাদের ডর
থাকবে দাস তাই
ঐক্য গড়ো বাঙালি সব
অন্য উপায় নাই।

রচনাকালঃ
০৫/০৭/২০২১
৪+৪/৪+১

বর্ষাকাল

জলে থৈথৈ করে রে ভাই বর্ষার ওই না সময়
শিশুদের ওই নাইতে ভয়
হাসি মজার নিত্য হয়
সুন্দর সুন্দর কথা কয়
শাপলা শালুক ফুলে ফুলে ভরে গেছে মৃন্ময়।

ভেলা চড়ে ঘোরাঘুরি বন্ধুদের ওই সনে
দিবানিশি ভাবি তাই
বহু কিছু দেখতে’রে পাই
নানা রকম কাঁদা ভাই
মনের খুশি দেখা যায় রে আনন্দ যে ক্ষণে।

জেলেরা সব ধরেছে মাছ তটের সবাই ওই পাশ
ছোটো ছোটো নানা মাছ
দেখতে চাই যে বারো মাস
জলের তলে প্রচুর ঘাস।
টোপা পানা ক্ষুদি পানা জলে ইচ্ছে ওই ভাস।

সাতার কেটে বর্ষাকালে নানা যে হয় খেলা
লাফালাফি করেছি
নানা বাজি ধরেছি
পিছলে কত পড়েছি
মন আনন্দে সবার সাথে ঘোরা নিয়ে ভেলা ।

রচনাকালঃ
২৭/০৬/২০২১
৪+৪+৪+২/৪+৩

ছোটন সোনা

খোকা খুকি দেখতে পেলো
ছোটন নাকি নাইতে গেলো
নদীর জলে
সাতার চলে
মায়ের ভয়ে এলোমেলো।

মা আসবে খোকা বলে
ছোটন সোনা দৌড়ে চলে
মনে মনে
ক্ষণে ক্ষণে
শাপলা শালুক নদীর জলে।

খোকা খুকি বিকেল বেলা
মন আনন্দে করে খেলা
ছোটন ডাকে
মায়ের হাঁকে
নদীর তীরে শিশুর মেলা।

দারুণ কাব্য শৈলী কথা
ছোটনের মন আছে ব্যথা
বায়না বড়
জড়ো সড়
বলবো কাকে যথাতথা।

রচনাকালঃ
০৪/০৭/২০২১
৪+৪+৪+৪