হঠাৎ বৃষ্টির মতো
তোমার দেখা পাবার কোন সম্ভাবনা নেই
ঘরবন্দিটা এবার কষ্ট দিচ্ছে।
মনে হচ্ছে সহস্র বছর দেখিনি তোমায়
তোমার ভালোবাসায় চোখ ধোঁয়া হয়নি কতকাল
স্মৃতি নিয়ে কত আর কবিতা লিখবো
একটা মুলাকাত ছাড়া অবস্থা যে নাজেহাল।
লক ডাউনে শহর বন্দি
কারফিউ রাস্তাঘাটে
তোমার বাড়ির অলিগলিও আমায় খুঁজে
আমাদের প্রেমালাপ তাদেরও প্রিয় বটে।
রূহ ছাড়া শরীর কেমন থাকে
অক্সিজেন ছাড়া ফুসফুস কেমন থাকে
আন্দাজ করো। তোমাকে ছাড়া আমি কেমন আছি
ঘরবন্দিটা এবার কষ্ট দিচ্ছে।
ছবি: তৌসিফ হক