মহাশয় এর সকল পোস্ট

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

ঘরবন্দি

হঠাৎ বৃষ্টির মতো
তোমার দেখা পাবার কোন সম্ভাবনা নেই
ঘরবন্দিটা এবার কষ্ট দিচ্ছে।

মনে হচ্ছে সহস্র বছর দেখিনি তোমায়
তোমার ভালোবাসায় চোখ ধোঁয়া হয়নি কতকাল
স্মৃতি নিয়ে কত আর কবিতা লিখবো
একটা মুলাকাত ছাড়া অবস্থা যে নাজেহাল।

লক ডাউনে শহর বন্দি
কারফিউ রাস্তাঘাটে
তোমার বাড়ির অলিগলিও আমায় খুঁজে
আমাদের প্রেমালাপ তাদেরও প্রিয় বটে।

রূহ ছাড়া শরীর কেমন থাকে
অক্সিজেন ছাড়া ফুসফুস কেমন থাকে
আন্দাজ করো। তোমাকে ছাড়া আমি কেমন আছি
ঘরবন্দিটা এবার কষ্ট দিচ্ছে।

ছবি: তৌসিফ হক

আমি শুধু তোমাকে চাই

উৎসবে বা কারফিউতে
ফাঁকা রাস্তায় বা মানুষের ভিড়ে
আমি শুধু তোমাকে চাই।

শান্তি বা অশান্তিতে
খুশির দিনে বা মন খারাপের রাতে
আমি শুধু তোমাকে চাই।

ধর্ণা বা প্রতিবাদে
ইনকিলাবের জোর আওয়াজে
আমি শুধু তোমাকে চাই।

স্বপ্নে বা বাস্তবে
প্রিয়তম সঙ্গী হিসেবে
আমি শুধু তোমাকে চাই।

ব্যস্ততা বা অবসরে
চা নাশতায় আমার পাশে
আমি শুধু তোমাকে চাই।

শ্বাস বা প্রশ্বাসে
হৃদয়ের প্রত্যেক স্পন্দনে
আমি শুধু তোমাকে চাই।

ছবি: তৌসিফ হক

করোনা

করোনা আতঙ্কের মধ্যে লক ডাউন না মেনে যদি তোমার সাথে দেখা করতে চাই। একটু সময় কাটাতে চাই। তুমি কি দেখা করবে?

তোমার ঘন কালো চুলে যদি আমি মুখ গুজে দিতে চাই। আমার আঙ্গুল দিয়ে তোমার চুলগুলোকে স্পর্শ করতে চাই। তোমার চুলের সুগন্ধে ডুবে যেতে চাই। তুমি কি নিষেধ করবে?

যদি বলি তোমার ঠোঁট দুটোকে আবারও আজকে ছুঁয়ে দেখতে চাই, আমার ঠোঁট দিয়ে চেপে ধরতে চাই। তোমার সুন্দর লিপিষ্টিক মুছে দিতে চাই। তুমি কি ভয় পাবে?

যদি তোমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলি। তোমার ঘাড়ে মাথা রেখে চুপচাপ থাকি। আমার বাঁধন থেকে দূর হতে না দেয়। তুমি কি আমাকে সরিয়ে দেবে?

যদি স্বর্গের ঠিকানায় তোমাকে ডাকি, তুমি কি আমার পেছন পেছন আসবে? সিঁড়ি বেয়ে একের পর এক ধাপ ডিঙিয়ে চলবে? নাকি আমার ডাকে সাড়া দেবে না?

যদি কোন বৃষ্টির সন্ধ্যায় তোমার হাত ধরি। এক ছাতার নিচে গায়ে গা ছুঁয়ে হাঁটাহাঁটি করতে চাই। তুমি কি হাসিমুখে আমার হাতটা চেপে ধরে পথ চলবে?

তোমায় নিয়েই গল্প হোক…

এক লাইনের কি কবিতা হয়? জানিনা। হলে এগুলোকে কবিতা ভাবতে পারেন। নাহলে সহজ সরল ভাষায় বলবো, মহাশয় তার প্রিয়তমাকে ভেবে কিছুর মনের ভাব, আবেগ, প্রেম উজার করেছে। আশাকরি ভালো লাগবে আপনাদের। পড়তে পড়তে নিজের প্রিয়তমাকে মনে করলে আরো ভালো লাগতে পারে !

❖ যখন তোমাকে দেখি তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয় !
❖ তোমার প্রত্যেকটা অঙ্গের উপর আলাদা আলাদাভাবে প্রেমে পড়তে চাই।
❖ আমি তোমাকে ঠিক তেমনই ভালোবাসি যেমন ফাঁসির সাজা প্রাপ্ত অপরাধী তার জীবনকে ভালোবাসে !
❖ যখন তোমাকে দেখি তখন মনে হয় – তুমি আমার চোখের, মনের, শরীরের, আত্মার ”শুকুন”।
❖ তোমার দেখা পাওয়াকে… সৌভাগ্যের ব্যাপার মনে হয়।
❖ কোন এক বৃষ্টির দিনে, রাস্তার কোন ফাঁকা চায়ের দোকানে… তোমার সাথে আটকে পড়তে চাই।
❖ লাল গোলাপ হোক বা পূর্ণিমার চাঁদ… তোমার হাসির থেকে সুন্দর এই পৃথিবীতে কিছুই নাই।
❖ তোমার বুকে মাথা রেখে তোমার হার্টবিট গুনতে চাই।
❖ তোমার আইসক্রিমের চামচ হলেও নিজেকে ভাগ্যবান মনে করতাম।
❖ একদিন পাখী হয়ে তোমার ছাদে বসতে চাই। স্নানের পর তোমার চুল শুকানো আর ধোয়া কাপড় মেলে দেওয়া দেখতে চাই।
❖ আমার অবহেলাগুলো তোমার ভালোবাসার সামনে নতজানু হয়ে পরাজয় স্বীকার করেছে।
❖ আমি ব্যস্ত হলেও… আমার রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় শুধুই তুমি বয়ে চলেছ।
❖ আমি কল্পনায় তোমাকে জড়িয়ে ধরলাম। তুমিও কল্পনায় অনুভব করে নাও।
❖ পৃথিবীর সব কষ্ট, চিন্তা, চাপ ভুলে যাওয়ার জন্য তোমাকে একবার দেখায় যথেষ্ট।
❖ তোমার চেহারার দিকে তাকিয়ে আমি ১০০ বছর কাটিয়ে দিতে পারি। সেটা কি তুমি জানো…
❖ একদিন তোমার সাথে হাঁটবো। তোমার হাত ধরে হাঁটবো। এমন এক পথে যার কোন গন্তব্য নেই।
❖ কেউ বিনা মেকআপেও এতো সুন্দর লাগতে পারে… তোমাকে ভালোবেসে জানলাম।

ছবিঃ তৌসিফ হকের আকা।

মিলন

আচ্ছা, যখন মিলন হবেনা
তখন সবকিছু এত সহজ হচ্ছে কেন?!
আকাশ বাতাস জমিন সবকিছু যেন
আমাদের এক করতে উঠেপড়ে লেগেছে
সবাই যেন, যে যার মতো করে সুযোগ করে দিচ্ছে
ভালোবাসার গাছ শুকিয়ে যাওয়ার পরে
এভাবে নতুন পাতা বেরোনোর তো কথা নয়!
কেন দিনদিন প্রেমের পারদ চড়ছে?
সবকিছু কি আমাদের অগ্রিম জানান দিচ্ছে যে শীঘ্রই কিছু ঘটতে চলেছে।
কালবৈশাখীর আগে যেমন আকাশ অন্ধকার হয়ে জানান দেয়…

সময় নষ্ট

যখন তোমার দিকে তাকিয়ে থাকি
তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয়।

যখন তোমার সাথে গল্প করি
তখন নিজে কিছু বলাকেও সময় নষ্ট মনে হয়।

যখন তোমার আবৃত্তি শুনি
তখন অনুপমের গানকেও সময় নষ্ট মনে হয়।

যখন তুমি মুচকি হাসো
তখন রঙধনু দেখাকেও সময় নষ্ট মনে হয়।

যখন তোমার হাত ধরে হাঁটি
তখন কাশ্মীর ভ্রমনকেও সময় নষ্ট মনে হয়।

যখন রাত জেগে চ্যাটিং করি
তখন ঘুমানোকেও সময় নষ্ট মনে হয়।

যখন তুমি বলো ভালোবাসি
তখন পৃথিবীর সকল কিছুকেই সময় নষ্ট মনে হয়।

একদিন কল্পনাগুলো বাস্তব হবে

একদিন কল্পনাগুলো বাস্তব হবে
যেভাবে সিঁড়ি বেয়ে ওঠে ছিলাম
হাতে হাত রেখে হেঁটেছিলাম
ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিলাম
সেভাবেই কল্পনাগুলো বাস্তব হবে।

একদিন তোমার কষ্টগুলো থাকবে না
একদিন তোমার দুঃখগুলো সব ভাগ করে নেবো
একদিন তোমার মুখের হাসিকে গায়েব হতে দেবো না
একদিন আমার আদরে তুমি আকাশে উড়বে

সেদিন আর চোখের জল তোমার গাল বেয়ে নামবে না
সেদিন তোমায় মনখারাপ করা দুপুর বা অপেক্ষার রাত কাটাতে হবেনা
সেদিন আমি তোমাকে তাই তাই দেবো
জীবনে তুমি যা যা চেয়েছো

বাইকের পেছনে বসতে আর হিচকিচ হবেনা
যখন তখন দেখা করতেও ভয় করবেনা
সাপনিকলার জঙ্গলে বা বলদিহাটের ঘাটে
বসে থাকবো তোমার ঘাড়ে মাথা রেখে
ডুবে থাকবো তোমার মনে, শরীরে, চোখে

আমি অপেক্ষায় আছি সেদিনের
যেদিন কল্পনাগুলো কল্পনা থাকবেনা
সব বাস্তবের রাস্তায় নেমে আসবে
একদিন কল্পনাগুলো বাস্তব হবে।