৪+৪/৪+১
ভালোবাসা আকাশ সম
ভালোবাসা ধন,
ভালোবাসা কিনতে লাগে
খাঁটি একটা মন।
এই পথে’তে চলতে গেলে
বাঁধা আছে ভাই,
দুঃখ কষ্টে জর্জরিত
বাঁচার উপায় নাই।
খুব সহজে হয় না পূরণ
মনের সকল সখ,
খল চরিত্র গুলো তাদের
জীবন করে লক।
ভালোবাসা বুকে আশা
স্বপ্ন বহু দুর,
ভালোবেসে জীবন মুখে
ধরে গানের সুর।
ভালোবাসা বিহীন তবে
প্রাণে নাই তো সুখ,
ভালোবাসা থাকলে সেথায়
আসে না কো দুখ।
রচনাকালঃ
৩০/০৮/২০২১