ফিরে দেখা একাত্তর

মহাবিদ্রোহের পথ ধরে
বাংলার আকাশে আজ মেঘের ঘনঘটা।
তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ে যেন,
প্রতিটি বাঙালির চোখে মুখে সাথে আত্মবিশ্বাস।

রক্তাক্ত পিচঢালা পথ।
বাতাসে টাটকা বারুদের গন্ধ,
রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ।
যেন খেলা করে সর্বদা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয়বাংলা জয়বাংলা
নতুন পতাকা। আমার পতাকা।
মিটিং, মিছিল, অসহযোগ……
চারদিক ফিসফাস,
সন্দেহ, অবিশ্বাস….।
ভাঙনের শব্দ,
স্পষ্ট থেকে স্পষ্টতর।
নবযৌবন হতে উৎসারিত সদ্যোজাত শিশুর আগমনী ধ্বনি সর্বত্র।

অপর দিকে
পাকি নরপশুদের তীব্র নিষ্ঠুর পাশবিক হুঙ্কার,
বর্বরোচিত অত্যাচার, হামলা, অমানবিক নির্লজ্জ আচরণ,
গুলি বেয়নেট….
অসহায় বাঙালির তীব্র আর্তচিৎকার,
আমার বোনের তীব্র কষ্টের চিৎকারে ভারী বাতাস,
অশ্রাব্য ভাষায় কটুক্তি।
সাথে বেইমান
বর্বর রাজাকার আলবদর আল শামস নামের
দেশীয়
হায়েনারা বেহায়া হাসিতে আকাশ বিদীর্ণ…।
লুটপাট, নির্লজ্জ বেহায়াপনা, মিথ্যাচার
তবু ও
বাঙালি দামাল ছেলেরা রক্ত শপথে আজ দৃপ্ত।
মৃত্যুকে তারা করেছে জয়।
আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে।

মায়ের চোখে নেই কোন জল
আছে শুধু ঘৃণা….. চাই প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ।
চলবে লড়াই
লড়াই লড়াই
মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে ……

চব্বিশ বছরের শৃঙ্খল
ভাঙার অঙ্গীকার আজ সর্বত্র
মাতৃভাষার রক্ষার সুচনা থেকে যার উৎপত্তি
শকুনীর ব্যবচ্ছেদে আজ আর ভয় নাই
দিতে পারে লক্ষ প্রাণ দেশ মাতৃকার চরণে …..।
নিঃশেষে প্রাণ করিলে দান ভয় আর কি !

22 thoughts on “ফিরে দেখা একাত্তর

  1. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
    জয়বাংলা জয়বাংলা
    নতুন পতাকা। আমার পতাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ে যেন,
    প্রতিটি বাঙালির চোখে মুখে সাথে আত্মবিশ্বাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. বাঙালি দামাল ছেলেরা রক্ত শপথে আজ দৃপ্ত।
    মৃত্যুকে তারা করেছে জয়।
    আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. মায়ের চোখে নেই কোন জল
    আছে শুধু ঘৃণা….. চাই প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ।
    চলবে লড়াই
    লড়াই লড়াই
    মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে …… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ে যেন,
    প্রতিটি বাঙালির চোখে মুখে সাথে আত্মবিশ্বাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  6. এই চেতনায় প্রজ্ন পর প্রজন্ম, বেঁচে রইবে,

    স্বাধীনতার আকাঙ্খা বুকে লয়ে, কবিকে হেমন্ত ভালোবাসা।

  7. * মুক্তিযুদ্ধ আমাদের এক অহংকারের নাম।

  8. রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ।
    যেন খেলা করে সর্বদা
    এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
    জয়বাংলা জয়বাংলা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  9. অনেক  আবেগময় একটি লিখা কবি

    ভিতরে কতটা জ্বালানি থাকলে  আলো ছড়ানো সম্ভব  জাতির জন্য তারই উদাহরণ 

মন্তব্য প্রধান বন্ধ আছে।