প্রকৃতি ও প্রণয়

প্রমত্ত অলিকুল গুঞ্জরিছে কুঞ্জবনে।
সৌহার্দ্যে অনবরত।
সকল নবীন পাতা ফুল,
থমকিয়া চমকিয়া দেখিছে তাহা, প্রকৃতিতে।
নিলাজ দৃষ্টি লইয়া উন্নত চাহনিতে,
অনুষ্ঠিত নানা মান অভিমান পর্ব সকল।
জড়াইয়া লইবার বাসনায় বাসর সোহাগে,
নিজস্ব জীবন চক্রের অর্ন্তভুক্তিতে।

10 thoughts on “প্রকৃতি ও প্রণয়

  1. মনে হলো যেন কতকাল পর আপনার লিখা পড়লাম। :) আপনার কবিতা পাঠে মনযোগী পাঠক মুগ্ধ হবেন না এমন কখনও হবে না। অভিন্দন মি. ইসিয়াক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. হৃদয় ছোঁয়া মন্তব্যে আমি সত্যি মুগ্ধ।
      আল্লাহ আপনার মঙ্গল করুণ ।
      আপনি ফিরে এসেছেন দেখে মনে হলো অতি আপনজনের দেখা পেলাম।
      ভালো থাকুন। সুস্থ থাকুন সব সময়।

  2. সুন্দর হয়েছে লিখাটি ইসিয়াক ভাই। থমকিয়া চমকিয়া দেখিছে তাহা, প্রকৃতিতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দিদি ।
      ভালো থাকুন সবসময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।