তোমার বিশুদ্ধ আগুনে
আমি ঝাঁপ দিতে গিয়ে দেখি,
তুমি অন্যের হাত ধরে,
তার আবেগ, স্ফীতি এবং অনুভূতির প্রতি নিজেকে রক্ষিত করে
চলে গেছো বহুদূর।
বজ্রগর্ভ–অন্তরের গভীর থেকে উঠে আসা চিৎকার,
সগৌরবে বলে, এসো, জেগে উঠি সুপ্রাচীন কোলাহলে।
মিনতি ,আর্তনাদ,আকুলতা।
তুমি সাড়া দাও না।
আমি কান্না লুকাই এখন অনাবৃত সরোবরে।
দেখ দেখি দুঃখগুলো,
কষ্টের স্রোতে কীভাবে যাচ্ছে ভেসে
অকাল বন্যায়।
কতটুকু ভালোবাসা দিলে,
আমার একলা রাতের
নিঃসঙ্গতাগুলো তোমার শীতল অনুষঙ্গে উষ্ণতা ছড়াবে?
কতটুকু ভালোবাসা দিলে,
প্রেমের শান্তি মঙ্গল উঠে দাঁড়াবে বুকসমান উঁচু জলে।
থমকে যাবে তোমার–আমার গল্প
ইচ্ছের প্রাচীর ঘিরে।
কতটুকু ভালোবাসা দিলে,
প্রেমের শান্তি মঙ্গল উঠে দাড়াবে বুকসমান উঁচু জলে।
থমকে যাবে তোমার–আমার গল্প; ইচ্ছের প্রাচীর ঘিরে।
দারুণ রোম্যান্টিসিজম মি. ইসিয়াক। শুভ সকাল।
শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় বড় ভাইয়া।
ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
ভালো থাকবেন কবি এই শুভকামনা।
আপনার প্রতি ও অনেক অনেক শুভকামনা রইলো আপু্ । ধন্যবাদ
অনেক অনেক ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ নববর্ষ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবিদি।শুভ নববর্ষ।
Happy New Year 2020. Congratulations.
Same to you bro . Thanks