‘একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে …
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।’
একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।
সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি
হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।