ট্যাগ আর্কাইভঃ মুরুব্বী’র অণুলিখন

ব্লগবুক অণুলিখন ৪৭

‘একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে …
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।’

একি প্রাণভরা অনুরাগে আজি বিশ্বজগতজন জাগে
আজি নিখিল নীলগগনে সুখ-পরশ কোথা হতে লাগে।
সুখে শিহরে সকল বনরাজি, উঠে মোহনবাঁশরি বাজি
হেরো পূর্ণবিকশিত আজি মম অন্তর সুন্দর স্বপনে।


.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৪৬

তোমার হাতেই আজ দর্পণের ভার ধ্বনিহীনতার স্রোতে জ্বলে ওঠা
ব্যর্থ স্মৃতির পাতায় না লিখা হোক আশাহীন এক বাণী প্রত্যাশা …

Divider 7a
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৪৪

শৈশব কৈশোর যৌবন পিঠাপিঠি তিন সময়।
ভরা জ্যোৎস্নার মতো প্লাবিত সমস্ত কিছু।

দুই লাইনের সূচনায় আমি আর নিচে … মহাগুরু রবীন্দ্রনাথ।

ওগো কে যায় বাঁশরি বাজায়ে, আমার ঘরে কেহ নাই যে।
তারে মনে পড়ে যারে চাই যে।

তার আকুল পরান, বিরহের গান, বাঁশি বুঝি গেল জানায়ে।
আমি আমার কথা তারে জানাব কী করে, প্রাণ কাঁদে মোর তাই যে।

কুসুমের মালা গাঁথা হল না, ধূলিতে পড়ে শুকায় রে।
নিশি হয় ভোর, রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে।

সারা বিভাবরী কার পূজা করি যৌবনডালা সাজায়ে—
বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়, আমি কেন থাকি হায় রে।

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৪৩

এমন বললে অসুন্দর দেখায় যে, আমি আপনাকে আনফ্রেণ্ড করলাম। যা করার সরাসরি করে দেয়াটাই ভালো। তালিকায় থাকলে সবাই বন্ধু হবেন, কথা সত্য নয়। বন্ধু’র ভীড়ে অবন্ধুই বেশী নিরাপদে থাকেন। বন্ধুত্বের সংজ্ঞা জটিল। সবাই বন্ধু নয়; তবে কেউ কেউ বন্ধু। যাপিত জীবন যেন ভেলায় চড়ে জল পাড়ি দেয়া।

এমনই আমাদের ব্লগ এবং ব্লগীয় জীবন। সবখানেই গিভ এ্যাণ্ড টেক। তবু বলি …

আসুন মিলি বন্ধুত্বের নিবিড় ছায়াতলে।
মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিংকে গড়ে তুলি আনন্দের।

ব্লগবুক অণুলিখন ৪২

কোন জানা অজানার বাইরে নয়; কিছুটা নয় অনেক কাছাকাছি।
সুখ প্রাপ্তি এবং জীবন।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৪১

সুখ-শীতের কুণ্ডলী ছেড়ে অস্তিত্বের চাতালে জাগাও
আমাদের কৈশোর জন্মের স্মৃতিচিহ্ন।

অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।

জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে।

যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।

চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।


.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৪০

আলো ফুরোবার আগে. নিজভূমে আজও জেগে রয় যৌথ পরবাস …
মনস্তত্ত্ব নিরবে ঘুমোয়. কখনও কি মনে হয় সব ভুল সবই আশ্বাস !!

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।

ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে।

কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?

আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ–
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন।


.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৩৯

‘কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়।’
… নৈঃশব্দের গতি হাসিমুখে।

7339283709218_n

কঠিন বেদনার তাপস দোঁহে যাও চিরবিরহের সাধনায়।
ফিরো না, ফিরো না, ভুলো না মোহে।
গভীর বিষাদের শান্তি পাও হৃদয়ে,
জায়ী হও অন্তরবিদ্রোহে।

যাক পিয়াসা, ঘুচুক দুরাশা, যাক মিলায়ে কামনাকুয়াশা।
স্বপ্ন-আবেশ-বিহীন পথে যাও বাঁধনহারা
তাপবিহীন মধুর স্মৃতি নীরবে বহে।
__________________

প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর।

ব্লগবুক অণুলিখন ৩৮

এই সব রাত আসে রাত্রির মত; এই সব রাত্রির বুকে জলবিন্দুর নীল ক্ষত
… ক্ষত নয়, মহাকাশে বেদনার জল; এই ই জীবন এই তার উপমা অতল।
.
.
.
.

জগতের সবাই সুখি হোক। আমিন।
www

ব্লগবুক অণুলিখন ৩৭

সরব নির্জন জনহীন জনপদেও এঁকে যাই চৈতন্যের আল্পনা …
শুধো মানচিত্রের ঋণ স্বরের বৈভব আর ব্যাকরণ সূত্রের তীক্ষ্ণ ফলা।

Divider 7a

আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে কবিজনও তাঁর মতো করে বিশদ বলেছেন :

12802723_122831krth241_n

স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী,
হে ভুবনমোহিনী উর্বশী!
জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা,
ত্রিলোকের হৃদিরক্তে আঁকা তব চরণশোণিমা।
মুক্তবেণী বিবসনে, বিকশিত বিশ্ব-বাসনার
অরবিন্দ-মাঝখানে পাদপদ্ম রেখেছ তোমার
অতি লঘুভার —
অখিল মানসস্বর্গে অনন্তরঙ্গিণী,
হে স্বপ্নসঙ্গিনী।

ফিরিবে না, ফিরিবে না — অস্ত গেছে সে গৌরবশশী,
অস্তাচলবাসিনী উর্বশী!
তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ-উচ্ছ্বাসে
কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে,
পূর্ণিমানিশীথে যবে দশ দিকে পরিপূর্ণ হাসি
দূরস্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল-করা বাঁশি —
ঝরে অশ্রুরাশি।
তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে —
অয়ি অবন্ধনে।

youtu.be/VJVTMJSjm7g

কবিতা : চিত্রা > উর্বশী। (অংশবিশেষ) শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ৩৬ আমাদের স্বাধীনতা দিবস

স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন
… স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

Divider 7a

কবি’র হয়ে আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে কবিজনও তাঁর মতো করে বিশদ বলেছেন :

201794662_n

স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
________________________________

youtu.be/i8tsKLZUX-A

স্বাধীনতা তুমি। কবি শামসুর রাহমান।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ৩৫

আমি স্বপ্ন লালন করি আবার আসবো ভেবে.
ধরে রাখি মস্তিস্কের কোঠায় এই সুখসময়।

Divider 7a

আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে গীতিজনও তাঁর মতো করে বলেছেন :

Kishoregonj-23-05-2016a

পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।

ছল ছল ছলিয়ে নিরবধি
রূপালী হার বইছে নদী।
দখিন হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে।
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।।

ঝর ঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে
অনেক কথার রূপকথা যে নীরব মায়ায় টানে।

গুন গুন গুনিয়ে বাতাস এসে
কলমি ফুলের গন্ধে মেশে
ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে।
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।।

youtu.be/M6Ntb7kmN4E

কথা: আজিজুর রহমান
সুর: ধীর আলী মিয়া
শিল্পী: সুবীর নন্দী, ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল,
ঝুমা খন্দকার, শারমিন সাথী।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ৩৪

মাঝ আকাশে লম্বালম্বি সূর্যতাপ আর অক্ষর কালো অন্ধ রাত; অথর্ব অথবায় …
চেনা জানার অসম্ভব চক্রযানে সবই আজ … বৃত্তাকার অথবা সংসার সমান্তরাল।

Divider 7a

আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে কবিজনও তাঁর মতো করে বলেছেন :

12472369_1zz3709218_n

সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।

অন্তরযামী, ক্ষমো সে আমার, শূন্য মনের বৃথা উপহার-
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান।

ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে-
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতে, ভরি দিবে তুমি তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান।

youtu.be/-3vikUP0WBI

.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ৩৩

রক্তে আর কোনো রঙিন শব্দ গুঞ্জন করে না.
রোদ মেঘ জোত্স্না অন্ধকার- কোনো দৃশ্যই ঝলমল করে ওঠে না এখন।
মাংস কোষ উত্তেজিত আলোড়ন; …সবই মিথ্যে আয়োজন।

.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ৩২

উদয় হতে অস্ত … জানি সময় হবেনা.
যেতে হবে রাত্রিসমান পথ; জীবিকায় অনেকটা দূর।

youtu.be/UvHqcWZERPY

“ধরায় যখন দাও না ধরা. হৃদয় তখন তোমায় ভরা
… চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে
অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে !!”
___ রবীন্দ্রনাথ ঠাকুর।
.
.
.
__________________________
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5