ট্যাগ আর্কাইভঃ মুরুব্বী’র অণুলিখন

ব্লগবুক অণুলিখন ৩১

স্পর্শ করো আমূল স্তব্ধতায় অনুভবের এই সুখ কৈশরের স্মৃতিভার
সত্তায় ভুলো নিশি পাওয়া আধো-বোধ দুর্বিপাক- নিবিড় পরম্পরায়।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ৩০

এই বাংলার মাটিতে শ্যামলী মাতে. ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে
… যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে
আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি।

2-1murubee17

গীতিকাব্য :

এই বাংলার মাটিতে শ্যামলী মাতে
ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে
যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে
আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি।

রূপালী স্রোতের হাসি তোমার মুখে
সোনালী ধানের দোলা তোমার চোখে
স্বপ্ন আমার তোমার মাঝে খুঁজে পেয়েছি
আমি তোমাকেই ভালোবেসেছি।

তোমার প্রেরণা যদি সাথে থাকে
হাতের মুঠোয় পাবো আকাশটাকে
তাই তো তোমার চলার সাথী হতে চেয়েছি
আমি তোমাতে ভালোবেসেছি।

______________________________
শিল্পী : সৈয়দ আব্দুল হাদী এবং শাম্মী আখতার।
ছায়াছবি : লাল সবুজের পালা।
কথা : মনিরুজ্জমান মনির।
সুর : সত্য সাহা।

youtu.be/G5KWc1xIggc

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ২৯

বহুকাল খুঁজে ফেরা. আমার মাঝে ধরে নিই…
আমি তাদেরই ছায়া। বৃষ্টি-বিধু্রা অমল মধুরা।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ২৮

আলো আঁধারির কার্নিশে চিবুক রেখে যদি প্রলয়ের স্বপ্ন দেখো;
ভুলে যাও শুধু মনে রেখো
বাতাসের গর্ভ থেকে- প্রসূত জন্মের পাপ কখনও সম্ভব নয় মুছে ফেলা।
বিধি ভবিষ্যত।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ২৭

জনারণ্যের এই কণ্টক মিছিলের ভীড়ে তুমি একা নও : অফিস ফেরত ট্রাফিক সিগন্যালে মুহূর্ত আটকা পড়া মানুষের মাঝেও তুমি একা নও। কেউ যেতে যেতে ফেরে; বেশী জন ফিরে স্বয়ং আদলের বনানীতে। জীবন চলে জীবনের পথে। স্বার্থের মিছিলে সবাই স্বার্থপর।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ২৩

‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
… তারি পদরজ অঞ্জলি করি’ মাথায় লইব তুলি’
সকলের সাথে পথে চলি’ যার পায়ে লাগিয়াছে ধূলি!’

*কুলি-মজুর ___ কাজী নজরুল এর কবিতা থেকে নেয়া।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ২২

‘সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে
তোমরা যে বল দিবসও রজনী ভালোবাসা ভালোবাসা
সখী ভালোবাসা কারে কয় !! সে কি কেবলি যাতনাময়।’

সখী, ভাবনা কাহারে বলে. সখী, যাতনা কাহারে বলে
তোমরা যে বল দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’-
সখী, ভালোবাসা কারে কয়. সে কি কেবলি যাতনাময়।

সে কি কেবলি চোখের জল? সে কি কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ।

আমার চোখে তো সকলি শোভন
সকলি নবীন, সকলি বিমল
সুনীল আকাশ, শ্যামল কানন
বিশদ জোছনা, কুসুম কোমল – সকলি আমার মতো।

তারা কেবলি হাসে, কেবলি গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায় –
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়।

আমার মতন সুখী কে আছে
আয় সখী, আয়, আমার কাছে –
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।

প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা –
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।

___ শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুর।

youtu.be/emvIYPWbqDk

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

ব্লগবুক অণুলিখন ২১

ফিরিয়ে দাও ওদের মহারণ্য। অরণ্যেই স্বপ্ন ওদের
… স্বপ্নই যেথা অভিন্ন। স্বপ্ন ভেলা।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

ব্লগবুক অণুলিখন ২০

বাহুতে মেলে না তাকে; চোখের মণিতে থেকে পড়ে শুধু ছায়া …
ভাবি তাকে বাঁধি কোন শিল্পের গণিতে … অধরায় দিই নিজ কায়া।

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

ব্লগবুক অণুলিখন ১৯

মৃন্ময়ী মৃদঙ্গী ভাণ্ডারের বিনা বাদ্যে জেগে থাকো হে পরমেশ্বর।
তোমাতেই শিল্পের বুনন।

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

ব্লগবুক অণুলিখন ১৮

‘যারে যেই ভাষে প্রভু করিল সৃজন. সেই ভাষ হয় তার অমূল্য রতন।’

ষোড়শ শতকের কবি সৈয়দ সুলতানের বহুল এই পঙক্তির প্রাসঙ্গিকতা আজও কমেনি। বিশ্বায়নের প্রবল তোড়ে দীনজনের মাতৃভাষা যখন হারিয়ে যাচ্ছে, তখনও বোধকরি এর বেগ আরও তোড় বেড়েছে। আমাদের আবেগের মূলধারা সতত এই যান্ত্রিকতায়ও খুব বেশী ক্ষতি করেনি।

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

ব্লগবুক অণুলিখন ১৭

অক্টোপাস জীবনে নিরন্তর ঘন্টা বাজে মগজের ঊষা প্রান্তরে।
যায় যায় দিন সব দিন রাত্রি।

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।