অতীতের চোখে রাত ভেঁসে যায়,
সুখের মুহূর্তগুলো তখন ঢাল হিসেবে সামনে
এসে দাঁড়ায়;
ঢেউএর সাথে লেগে থাকে সমুদ্র উপত্যকার
সূর্যোদয়;
আকাঙ্ক্ষারা প্রবাহিত হয়; বায়ুও সময়ের
ডানায় উড়ে যায়।
স্মৃতির বারান্দা জুড়ে শুধু তুমি,
চোখের জলের আর্তনাদ সবার মতোই হয়তো
দেখেছো তুমি;
হৃদয়ের আর্তনাদ না লোকজন দেখেছে, না
দেখেছো তুমি;
তোমার স্মৃতিরা সরীসৃপের মতো প্রতিনিয়তই
আমাকে যায় চুমি।
অপেক্ষাতেই থাকি বসন্ত এলে,
নতুন সবুজ পাতার মতো সতেজতা নিয়ে বুঝি
ফিরে এলে;
পৃথিবীর বারান্দা জুড়ে স্মৃতির হলুদ পাতারাও
ঝরে চলে;
আর আমার আজন্মকালের অপেক্ষা শুধু তুমি
আসবে বলে।