আমার ভাগ্য লিখতে গিয়ে ওপরওয়ালা ঘুমিয়ে পড়েছিলেন ভাতঘুমে। আমি তো টুপ করে জন্মে গেলাম, এক গোছা অগোছালো সাদা পাতা নিয়ে। আমার জন্য ধরাবাঁধা ছক কাটা কুষ্ঠি ঠিকুজী কিম্বা জন্মপত্রিকা ইত্যাদি সীমান্তপারের রূপকথা।
আমার এলোমেলো পায়ের হাঁটাচলায় স্বাভাবিক চাওয়া পাওয়া ছিটকে পড়ে ছককাটা রাস্তার বাইরে। দাবার বোর্ডের ভেতরে সাদা কালো প্রজাপতির অক্ষরে ভাগ্য নিয়ে এগোয় ঈশ্বরী মানুষ। আমার অন্তহীন যাওয়া ভাগ্য ছাড়াই এগিয়ে চলে, কারন সেই সময়েই ঈশ্বরীয় ঘুম আমার ভাগ্য কেড়ে নিয়েছিল।