।এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত লবণাক্ত পিচ্ছিল পথ,
অহরহ শৈত্য প্রবাহ,
হুল ফোটানো মন্দ বাতাসঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন অস্থি মাংশ চামড়ায়
শুধু শুধু বয়সের ছাপ ফেলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত ছিন্ন-ছেঁড়া আকাশ,
ন্যাড়া বন, বিপন্ন বিরূপ চাঁদ,
বরফবন্দী নদী অন্ধ জানালাঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন স্বপ্নকে মেরে ফেলে-
শুধু শুধু জীবনন্মৃত বেঁচে থাকা?
এরচেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত নিরানন্দ জীবন,
বার, ক্যাসিনো, পাব,
মদের আড্ডা, যৌননৃত্য, জুয়া-
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন শুধূ শুধু
আত্মাকে কুঁড়ে কুঁড়ে খাওয়া?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত হৃদয়ে রক্ত ক্ষরণ,
কর্মহীন দিনক্ষয়, বিরূপ ভ্রূকুটি,
সূর্যের তাপদাহ, অরণ্যে রোদন-
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়;
তবে কেন শুধু শুধু
উদ্দেশ্যবিহীন পথ চলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।