এইখানে একদিন তুমি এসেছিলে,
উত্তরের হিমেল হাওয়ায়
শীতের পাখিরা ডানা ঝাপটালো,
এবং কলকাকলিতে মুখরিত ওরা
তোমাকে জানালো উষ্ণ অভিবাদন,
আর দলে দলে বারংবার উড়াউড়িতে আমাদেরকে প্রদক্ষীন
তোমাকে করলো পুলকিত আর আমাকে ভীষনই লজ্জিত !
কোনদিন করিনি কুর্ণিশ রানীর শ্রদ্ধায়
করিনি চুম্বন নতজানু হয়ে তোমার করতলে
এমন কি ভালোবাসি কতটা ?
অথবা আদৌ বাসি কি না !
বলিনি কখনো আয়োজন করে
এমনকি ঐ চোখে তাকিয়ে, কিঞ্চিৎ স্মিতিতে
কখনো বুঝতে দেইনি হৃদয়ের গভীরে কতটা আছ তুমি।
কিন্তু এ প্রকৃতির মাঝে
সেই দিন তুমি ছিলে বলে
কি এক অপরুপ সাজে ওরা সেজে ছিল তোমার অভ্যর্থনায় !
যেমন তোমাকে আমি দেখেছিলাম প্রথম স্পর্শে
আকাঙ্খা, ভয়, পূর্ণতা এবং লাজে !
অথচ আজও আমি আছি
শুধু তুমি নেই তাই অগ্রাহ্য করে আমাকে
অতিথী পাখিরা সাজালো না মালঞ্চ, জল ও সবুজের
হয়ত ওঁরা আর আসবেনা যতদিন তুমি না আস।
কি আর মূল্য বল তুমিহীন এই আমি ?
আমি শুধু পারি প্রতীক্ষার প্রহর গুলোকে সাজাতে নিজের মত করে
যেন তা এক্ষুনি শেষ হয়, অথবা যদি কোনদিনই নয় !
৩ ফেব্রুয়ারী, ২০১৬। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি