
সময়ের কি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে?
খুব দ্রুত গতিতে আজকালকার সন্তানরা এগিয়ে যাচ্ছে
রকেটের বেগে,
চিন্তা চেতনায়
আচার ব্যবহারে
কিংবা মনুষ্যত্বে;
না কি আমরাই পিছিয়ে আছি? সেই আদিম যুগে;
বাবা নামক অদ্ভুত এক মেশিন আছে
টাকা ছাপায়
চাহিবা মাত্র দিতে বাধ্য?
কি আর বলব? টাকার গায়েই তো লিখা থাকে
“চাহিবা মাত্র ইহার বাহক’কে দিতে বাধ্য থাকিবে”
বাবার সাধ্য কি টাকা পকেটে রাখার?
বাহক তো সন্তান;
মা নামের অদ্ভুত এক দাসী আছে
চাহিবা মাত্র নিজেকে উজাড় করে দেবার
সে খাদ্য হোক
আসবাবপত্র
দামী গ্যাজেট
বাড়ির সবচেয়ে ভালো ঘর
কিংবা অন্য কিছু,
টাকা বাবার;
এ তো গেলো বাল্যকাল আর কৈশোরের কথা,
এক সময় সন্তান বড় হয়
যৌবনে পদার্পণ
এখন তো সঙ্গীর প্রয়োজন;
আজকাল আর বাবা-মা সন্তানের সঙ্গী কোথায় খোঁজে?
এক এক জনের সঙ্গী সঙ্গিনী তো যার যার কাছে,
বাবা মায়ের দায়িত্ব টাকার যোগার
দামী শাড়িটা
ডিজাইনার গহনাটা
সবচেয় প্রেষ্টিজিয়াস বিবাহ হলটা না হলে
কি আর বিয়ের আয়োজন সম্পূর্ণ হয়?
আয়োজন সবার
টাকা বাবার;
তারপর সন্তানের ঘরে সন্তান আসে
তিন রুম ফ্ল্যাটে কি আর সংস্থান হয়?
হাঁড়িকুঁড়ির নিত্য ঠোকাঠুকি হতেই হয়
আলাদা বাড়ি কিন্তু সন্তানের জন্য প্রযোজ্য নয়
বাপের ভিটা বলে কথা;
আরে বাপটাতো বুড়া
টেঁসে যাবে যে কোন সময়
না হয় অপেক্ষার আরেকটু সময়!
তারপর না হয় বুড়িটার সংস্থান করা যাবে
স্টোর রুমটায় চলবে না?
না হয় কাজের মেয়েটার সাথে!
আরে বুড়িটারও তো বয়স হয়েছে!
দেখাশোনার মানুষ লাগে
কাজের মেয়েটা না হয় রাতের বেলা দেখেশুনে রাখবে!
বেশী যন্ত্রণা হলে আজকাল কি আর বৃদ্ধাশ্রমের অভাব পড়েছে?
আচ্ছা! আমাদেরও তো সময় ছিলো
আমরাও তো সন্তান ছিলাম এক সময়!
কই এসব চিন্তা কি কখনো মাথায় এসেছে?
আজকালকার ধর্মীয় মূল্যবোধ,
সে আবার কি?
মোল্লাগুলো মসজিদে যায় দেখি,
আরে দোস্ত, জানিস আমার বাপটাও আজকাল বড্ড মোল্লা বনে গেছে
সারক্ষণ ধর্মের কথা জপে
নামাজের সময় হলে মাথাটা খারাপ করে দেয়
রোজার দিনগুলোতে তো বাসায় থাকাই দায়!
আর বুড়িটার কথা তো ছেড়েই দিলাম
না জায়নামাজ থেকে ওঠে
না হাত থেকে তসবীহ রাখে
যন্ত্রণার তোরা বুঝবি কি?
আজকালকার মনুষ্যত্ব?
ঐ যে কিশোর ছেলেটা
কি অবলীল ভাবেই না পিটিয়ে মেরে ফেলেছে মা টাকে
নিথর দেহটা রাস্তায় পড়ে ছিলো রক্তাক্ত
নিথর দেহেই যেন শরীরের সমস্ত ঝাল মেটানো,
আর বাকি সব সঙ্গী সাথীরা মাছ চোখে তাকিয়ে দেখেছে
কেও কেও ভিডিও করে ভার্চুয়ালে ছেড়েছে;
আর ঐ যে যুবকদল!
দা বটি হাতে রাস্তার মাঝে কুপিয়ে মেরে ফেলেছে ছেলেটাকে
প্রেমের বলি
আর বাকিরা কাপুরুষের মত ভিডিও করেছে;
এরাও তো কারো না কারো সন্তান
মনুষ্যত্ব কোথায় বলো তো দেখি?
সমাজের পচন দেখতে পাচ্ছ তোমরা?
আমরা কোথায় চলেছি?
হে পুত্র
হে কন্যা
তোমরা সন্তান হয়েছ,
মানুষ হয়েছ কি?
ব্যর্থতা আমাদেরই।