যখনই মিছিলে মিছিলে দৃশ্যমান তোমার মুষ্টিবদ্ধ হাত দৃপ্ত শ্লোগান,
দুরুদুরু কাঁপে মন অামার তোমারে
হারাবার না লেখা রক্ত ইশতেহারে।
৫২’র সেই একুশে তারিখে
ফাগুনের রৌদ্র ঝরা অাগুনবেলায়,
ঝাঁঝরা বুকে যাদের পরিধেয় হয়েছিলো রক্তিম লাল পলাশের প্রাতে,
কোনো এক প্রিয়া চুপিসারে
তার কতো বেদনা সয়েছিলো বলো মেহেদী রঞ্জিত হাতে?
মনে হয়, যুগে যুগে জনমে জনমে
এই তোমারেই হারাই আমি পথের শেষে,
শুধু এই জনমেই নিও অঞ্জলি তুমি
কাছে এসে ভালোবেসে।
কেন, কেন বলো মৃতুছায়া বারেবার
কেড়ে নেবে আমার প্রিয়রে বাংলার বুকে,
দ্যাখোনা চেয়ে বর্ণমালা আমার শোকে মূহ্যমান আজ দারুণ অসুখে ???