চোরাই মালের মতো কিছু সুখ নিয়ে জাবর কাটি একলা সময়ে। অর্বাচীনেরা জেনে গেলেই বিপত্তি। তারা সুখ খোঁজে অপরের হতাশা, গ্লানি, ক্লিন্ন জীবনকথায় নিজ পেয়ালা ভরে নিয়ে, একঘেয়ে গৃহকোণে বিকেলের চায়ের চুমুক আলস্য তৃপ্তিতে।
অতঃপর প্রকাশ্যে বলি, হে মদিনাবাসী, sos জানাই সকলের মনের টরেটক্কায়। বড় প্রয়োজন আজ তোমাদের পোক্ত কাঁধে মাথা রেখে অশ্রুক্ষরণ, সকাল-সন্ধ্যে কেরাণীগিরীর কর্পোরেট জীবনে চালু এটি এম লালনোট, দু’একটি রান-সিনা ছোঁয়া লংড্রাইভ, রেস্তোরার স্যুপে ডোবা পুঁইশাক ডগা-চিংড়ীর পেলব দেহ।
তারপর একদলা থু থু গিলে ফেলে মনে মনে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলি…”শাআআলা, সুখ কি তোর বাপের ঘরের সম্পত্তি, যে তোর ঐসব নেকু নেকু ভন্ডামির পুকুরে সাঁতার কাটে আজীবন?”