সৈয়দ হিলাল সাইফ এর সকল পোস্ট

ট্রাম্প-বাইডেন

123929994_10910_n

কথায় আছে সকল মুদ্রার
এপিঠ-ওপিঠ সমান
দুইদিকে দুই ছবি থাকলেও
এক মূল্য তার প্রমাণ।
ট্রাম্প-বাইডেন ভাই ভাই
দেখবা ক’দিন পরে
ফরেন নীতি একই দেইখা
বসবা নড়েচড়ে।

আজকে যারা বাইডেন দেখে
ট্রাম্পব্যাটারে বাই দেন
আর ক’টাদিন গেলেই দেখবা
ট্রাম্প ভূমিকায় বাইডেন।
খুশি হওয়ার মতো তাইতো
এমন কিছুই দেখিনা
ট্রাম্প-বাইডেন নিয়া আমি
তেমন বেশ লেখিনা।

নতুন খবর

আগের খেলা পাছে গেলো
তাজা খবর কাছে এলো।
আজকে খবর কালকে বাসী
তা-জানে সব বাংলাবাসী।
মিডিয়ায় নতুন বুলে যায়
গতকালটা সব ভুলে যায়।
প্রতিদিন-ই তাজা খবর
খবরের নাই কোন সবর।

আগাছা

সময় মতো আগাছা না কাটলে সেতো বাড়বে
মাথায় তুলে যারা নাচাও তাদেরও কী ছাড়বে?
কুকুরেযে লেজ নাড়েনা লেজেই কুকুর নাড়ছে
দিকেদিকে আজব প্রাণী দেখতে পাওনা বাড়ছে!
কচু কেটেকেটে যাদের হাত দু’খানি বাড়ছে
আজো তারা সুযোগ পেলেই মানুষের প্রাণ কাড়ছে।
কথায় আছে পাপে যে তার বাপেরে না ছাড়ছে
পাপের জীবন পূর্ণ হলেই- তখন দেখি সাড়ছে!

প্যাকেজ

মোটামুটি সবকিছু চলে গেছে প্যাকেজে
প্যাকেজের আওতায় লেখকেও লেখে’যে।
প্যাকেজে ফিল্ম আছে, আছে টিভি নাটক
প্যাকেজেই মিলে যায় শ্রোতা আর পাঠক।
দলে আর লীগে ভরা প্যাকেজের নেতারা
প্যাকেজের বাইরে কী বাজে আজ সেতারা!
রাজনীতি দলাদলি প্যাকেজে যে চলছে
ভার্সিটি মেডিকেল প্যাকেজিংয়ে টলছে।
প্যাকেজের দুনিয়ায় প্যাকেজের মানুষ
প্যাকেজে জাত খুঁজে প্যাকেজের ফানুস।

রাগ

রাগের কথা কী আর বলি সবাই ভীষণ রাগী
ঘাস না পেলে তেতিয়ে ওঠে গেরস্তের ঐ-ছাগী।
দুধ না পেলে রাগে শিশু ঘুষ না পেলে স্যার
পাওনাদারে খোঁজলে টাকা রাগ ওঠেনা কার ?
কম বেতনে কর্মচারি ছাত্র পড়ার চাঁপে
লেজের উপর রাখলে পা ফুঁসলে ওঠে সাপে।
ভোট না পেলে নেতা নেত্রী খুব বেশি রাগ করেন
ভীষণ রাগে অনেক আবার হার্টএ্যাটাকে মরেন।
ঘুরে ফিরে আমরা সবাই করছি রাগারাগি
রাগের মাথায় রাগটাকেইতো করছি ভাগাভাগি।

ক্ষেপা ষাঁড় গোয়ার

গুট’টি ছেড়ে পালিয়েছে ষাঁড়
হোফা ছিলোনা মুখে
গায়ে ও পায়ে বেড়ি ছিলোনা
আজকে তারে কে রুখে।

দিগদারী গলে কখনো পরেনি
কাদে তুলেনি জোয়াল
শিং দিয়ে শুধু গুঁতুই দেখেছ
আজ কেনো তবে ছোয়াল!

যে ষাঁড় তুমি নিজেই ক্ষেপালে
দেখিয়ে কাপড় লাল
আজকে দেখো জাতির পিঠে
গুঁতিয়ে তুলিছে ছাল।

সঠিক সময়ে জায়গা মতো
যদি না বাঁধো লাগাম
পথে ঘাটে আকাম ঘটাবে
বলতে পারি সে আগাম।

জংলি ষাঁড়ে ভেঙ্গে ফেলেছে
বন্ধি রাখার খোয়ার
দিকেদিকে তাই ছড়িয়ে গেছে
ক্ষেপা যত ষাঁড় গোয়ার।

সকল ধর্ষক এক সমান

মুখোশে মুখোশে ঢাকা
ধর্ষক বাহারি,
তারকাছে সব সমান
উঁচু-নিচু পাহাড়ি।

মসজিদ, মন্দির,
প্যাগোডা, গির্জা
হিন্দু, খৃস্ট, মুসলিম
গোলাম, শেখ, মির্জা।

শিশু না-সে যুবতি,
মেয়ে না ছেলে সে
হায়েনার রূপধরে
ধারে কাছে পেলে সে।

মাদ্রাসা, স্কুল
মক্তব ও কলেজে
ধর্ষকের দর্শন।
ধর্ষণই বলে’যে।

সকল দেশে সকল বর্ণে
সকল ধর্ষক এক সমান
যুগেযুগে হাজার বছর
ইতিহাস তার হয় প্রমাণ।

সত্য-মিথ্যা

উৎসর্গ; মালয়েশিয়ায় রিমান্ডে থাকা বাঙালি ছেলে রায়হানকে।

কোনদেশের কোনখানেই
সত্য কথা বলতে নেই
সত্যে অবিচল থাকিব
এমন পথে চলতে নেই।

নীতিবাক্যের মিষ্টি কথা
থাকনা পাঠ্য পুস্তকে
মানলে পরে এসব কথা
দুর্বল করে –সুস্থকে।

সকল দেশের সকল খানেই
সত্য বড় বে-মানান
উচিৎ কথা বলেই দেখুন
মুখুশ ছেড়ে কে-মানান।

কর্তৃপক্ষ

প্রতিদিন যাদের বরণ করিতে
মালাপড়াতে যাই হিথ্র
যুগেযুগে তারা প্রমাণ করিয়াছে
আমাদের নয় তারা মিত্র!

পদের লোভী কিছু লোকেদেরও
কান্দে করিয়া ছোয়ার
উন্নয়নের মিথ্যার বুলিগুলে
চায়েরকাপে তুলে –জোয়ার।

বিমান বন্দরে হত্যা গুমের
প্রমাণ আছে অহরহ
বিচারের বানী নিভৃতে কাঁদে
বলে তারা সহসহ।

দাবী তুলিয়া দাবী রাখিয়া
হয়েগেছি তেঁতা ভুতা…
আবার যখন হিথ্র নামিবে হে
ফুল নয় দেবো শুধু জুতা।

করোনার অণুছড়া

এক#
করোনাতে বন্ধি আছি
মাত্র হলো ক’মাস
ভুড়ি দেখে মনে হবে
চলছে বুঝি ন’মাস।

দুই#
করোনাতে বন্ধ আছে
রেস্তোরা,পাব,জিম-টিম
হাসপাতালে শামাল দিতে
ডাক্তার খাচ্ছে হিমশিম !

তিন#
ঘরে ঘরে ঝগড়া ফ্যাসাদ
করোনাতে বেড়েগেছে
পুলিশ রিপোর্ট স্বামীর দিকে
বউরা বেশি… তেড়েগেছে।
তাইবলে কেউ এই ভেবোনা
স্বামীরা সব হেরেগেছে !

চার#
অলস সময় কাটতে চায়না
খাবার দাবার শোয়াতে
ব্রেকিং নিউজ…নতুন রেকর্ড
চারিদিকে… পোয়াতে !

পাঁচ#
আব্বে হালা করোনা নয়
মোটেই কোন হাচির বাত
সাহেদ-সাবরিনার লাইগ্যা
হইবার পারে আচিরবাদ ?

করোনার’চে ভয়ঙ্কর

তোমার দেহ তোমার প্রাণ
যা ইচ্ছে তাই করবা
ইচ্ছে হলে বাঁচবা তুমি
ইচ্ছে হলেই মরবা।

তোমার যদি মনে চায়
গলায় লাগাও ফাঁসী
লাইভে এসে দেখাও তুমি
দেখবো মুচকি হাসি।

যত ইচ্ছা কুড়াল মারো
তুমি তোমার পায়
এই কুড়ালের আচড় যেনো
না লাগে কেউর গায়।

তোমার জন্য হয়না যেনো
অন্য লোকের ক্ষতি
সীমাবদ্ধ রাখোরে ভাই
তোমার চলার গতি।

হালাল-হারাম

ছয় বছর আগের একটি লেখা। আবারো প্রাসঙ্গিক মনে হলো।

হালাল-হারাম

হালাল হারাম এই কথাটা
কেউ বুঝেছেন ভাই ?
আমার হলেই হালাল হবে
আপনার হলে নাই।

ইসলামে সুদ হারাম জানি
এখন হালাল শুনি
গনিমতের মাল হলে কি
হালাল, ধর্ষক, খুনি ?

হালাল বেকন, সসেজ আছে
হালাল বিয়ার মদ
হালাল মর্টগেজ, সাবান, সুইট
খুশিতে গদগদ !

বেশ্যালয় ও হালাল যদি
হারাম কি আর বাকি !
নাকি শুধু হালাল হারাম
ধোকাবাজি, ফাঁকি I

হারাম নামের সব কটাকে
জায়েজ করার খায়েশ !
দুনিয়া যদি কিছুই না, ক্যান ?
এতো আরাম আয়েশ !

চান্দা মামা

চান্দা মামা

চান্দা মামা চান্দা মামা
কোথায় তুমি থাকো
হাঞ্জারাইতে না ডাকিয়া
নিশি রাইতে ডাকো।

এতো রাইতে তুমি মামা
কোথায় উদয় হও
তোমায় নিয়া কতো কান্ড
সত্য কথা কও।

তোমায় নিয়ে ভাবতে হবে
নতুন করে তবে
দূর্বিনে না খুঁজে তোমায়
মুঠোয় পুড়তে হবে।

ঈদ মোবারক

ঈদ মোবারক

শাওয়ালের বাঁকা চাঁদ
ঈদ’ দিয়ে যায়
সবার জীবনে ‘ঈদ
সুখ নিয়ে আয়।

ঈদ’ জানি হাসি খুশি
নেই রেষারেষ
ত্যাগ আর মহিমায়
সাজে বেশাবেশ।

ঈদ’ করে রোজাদার
আল্লাহর খুশিতে
যাকাত আর ফিতরাতে
নিঃস্বরে পুষিতে।

প্রতিবেশিদেরে খোঁজে
যতো সু হৃদে…
ঈদ মোবারক’ সালাম
জানাই এই ঈদে।