কথায় আছে সকল মুদ্রার
এপিঠ-ওপিঠ সমান
দুইদিকে দুই ছবি থাকলেও
এক মূল্য তার প্রমাণ।
ট্রাম্প-বাইডেন ভাই ভাই
দেখবা ক’দিন পরে
ফরেন নীতি একই দেইখা
বসবা নড়েচড়ে।
আজকে যারা বাইডেন দেখে
ট্রাম্পব্যাটারে বাই দেন
আর ক’টাদিন গেলেই দেখবা
ট্রাম্প ভূমিকায় বাইডেন।
খুশি হওয়ার মতো তাইতো
এমন কিছুই দেখিনা
ট্রাম্প-বাইডেন নিয়া আমি
তেমন বেশ লেখিনা।