। আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।
যেথায় আকাশ মিশে নদীর সনে
বৈঠা হাতে মাঝি ভাটিয়ালি গায়রে,
যেথায় ফড়িঙ নাচে বনে বনে
মৌমাছিরা ফুলের মধু খায়রে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।
যেথায় বাতাস নাচে সরষে ক্ষেতে
বটের ছায়ায় রাখাল বাঁশি বাজায়রে,
যেথায় গৃহস্থ-বউ উড়ায় ধান আঙিনাতে
সজনে পাতা ঝিরিঝিরি ভেসে বেড়ায়রে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।
যেথায় কোকিল ডাকে কুহুতানে
বাবুই বুনে কী দারুণ বাসারে,
যেথায় বাউল ঘুরে পথের টানে
একতারায় আজো লালন বাজায়রে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।
যেথায় ঘুঘু ডাকে ভর দুপুরে
শ্যাওলা জলে হংসমিথুন ভাসেরে,
যেথায় শালিখ খেলে উঠোন জুড়ে
ডালিম গাছে বুলবুলিরা নাচেরে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।
/ ড. মোঃ সফিউদ্দীন