জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
মানুষের কাছে যাবো না।
মানুষের কাছে গেলে
ভালোবেসে ফেলি,
ভালোবাসা তো চাইবো না!
দিন কেটে যাক
রাতগুলো ফুরাক,
অাকাশের পানে চাবো না।
বৃষ্টি হোক
জানালায় বসে
জল কখনো ছোঁব না।
যত ব্যথা অাছে
যত কথা অাছে
মানুষের কাছে কবো না।
জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
মানুষের কাছে যাবো না।
ডাকলে ডাকুক
রাতের কোকিল
ঘরহারা অার হবো না।
উঠলে জ্যোৎস্না
কিসের যন্ত্রণা
সিদ্ধার্থ অার হবো না।
মুখোমুখি বসে
কেটে যাক সন্ধ্যা
চোখে চোখ অার রাখবো না।
জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
মানুষের কাছে যাবো না।
মানুষের কাছে গেলে
ভালোবেসে ফেলি,
ভালোবাসা তো চাইবো না!
জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
তোমার কাছে যাবো না।