নির্ভার ছিলাম, পিছুটান প্রায়
ভুলতে বসেছিলাম।
মায়া জগত তাড়িয়ে তাড়িয়ে
মোহের খোয়াবে ব্যস্ত রেখেছিল।
বিপণীবিতান চোখ ধাঁধানো আলোয়
উৎস থেকে ক্রমশ দূরে ঠেলছিল।
ফিরতে হবে এমন ভাবনা মনে
জাগরূক হলে, আমুদে ঘুম
আরো কিছুক্ষণ মায়া বিশ্রামের
প্ররোচনা দিচ্ছিল।
ফিরতে হবে না, এমন চিন্তা যখন
মস্তিষ্কে স্থায়ী আসন গাড়ছে
তখন ঘড়ির কাটা টিক টিক
করে গন্তব্যে হাঁটছিল।
ঘুমকাতুরে আয়েশের ঘুমে তলিয়ে
গেলেও অ্যালার্মের ঘড়ি দায়িত্ব ভুলেনা।
পথিক যতই মায়ায় জড়াও, যতই
নিয়ন আলোর নীচে নিজেকে
অখণ্ড ভাবো, দিনের আলো নিভে গেলে
তোমাকে ফিরতেই হবে, অন্ধকার কবরে।